Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, May 31, 2014

সীমান্তে বিজিবি সদস্য নিহতের ঘটনায় বিএনপির উদ্বেগ

মিয়ানমারের সীমান্তরক্ষীদের (বিজিপি)
গুলিতে বিজিবি সদস্য নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও
উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বেগ
জানিয়ে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ
জানিয়েছেন।
শনিবার এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
বলেন, "সীমান্তে গোলাগুলির ঘটনায় মিয়ানমারের
বিজিপির গুলিতে নিহত নায়েক সুবেদার মিজানুর
রহমানকে হত্যা এবং তার লাশ
হস্তান্তরে টালবাহানা করা বাংলাদেশের
সার্বভৌমত্বে লঙ্ঘনের শামিল।"
এ ঘটনায় পুরো জাতি উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত
হয়ে পড়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, "সরকারের
কূটনৈতিক ব্যর্থতার কারণেই আমাদের সার্বভৌমত্ব দিন
দিন দুর্বল ও হুমকির মুখে পড়ছে।"
বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তিনি বলেন, "এ
সরকার দেশের স্বাধীনতা সুরক্ষার বিষয়ে উদাসীন বলেই
সীমান্তগুলো অরক্ষিত থাকছে।"
সীমান্তে কোনো তীক্ষষ্ট নজরদারি নেই এবং শক্ত
প্রতিরক্ষা ব্যূহ গড়ে তোলার উদ্যোগও নেই বলে অভিযোগ
করেন ফখরুল।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে নিহত নায়েক
সুবেদার মিজানুর রহমানের লাশ দেশে ফেরত আনার
দাবি জানান। একই সঙ্গে তিনি ওই ঘটনায় নিখোঁজ অন্য
বিজিবি সদস্যদের উদ্ধার করে পরিবারের
কাছে পাঠানোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর
দাবি জানান।
মির্জা ফখরুল নিহত মিজানুর রহমানের বিদেহী আত্মার
মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের
প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।


Posted via Blogaway

No comments: