একটি বিবাহিত মেয়ের পুলিশ কর্মকর্তা হওয়ার
স্বপ্ন ও সংগ্রামের গল্প বলে ভারতীয় চ্যানেল
স্টার প্লাসে প্রচারিত হিন্দি মেগাসিরিয়াল
‘দিয়া অউর বাতি হাম’। ভারতীয় বিয়ে বিষয়ক
সাইট শাদি ডটকমের এক অনলাইন
জরিপে হিন্দি বিনোদনভিত্তিক
চ্যানেলগুলোতে প্রচারিত নাটকগুলোর
মধ্যে ‘দিয়া অউর বাতি হামে’র গল্প
সবচেয়ে প্রেরণা যোগায় বলে ভোট দিয়েছেন
নারীরা।
ভারতীয় নারীদের ওপর টেলিভিশন অনুষ্ঠানের প্রভাব
বুঝতেই অনলাইনে জরিপটি চালানো হয়। জরিপে কোন
সিরিয়াল নারীর
ক্ষমতায়নে ভূমিকা রাখছে তা জানতে চাওয়া হলে ৪৭
দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে শীর্ষস্থানটি দখল
করে ‘দিয়া অউর বাতি হাম’। স্টার প্লাসেই প্রচারিত
আরেক সিরিয়াল ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’
আছে দ্বিতীয় স্থানে। এর পরের
স্থানগুলোতে রয়েছে জি টিভিতে প্রচারিত
‘যোধা আকবার’, কালারসের ‘বালিকা বাধু’ (কালারস)
এবং জি টিভিতে প্রচারিত আরেকটি সিরিয়াল ‘কাবুল
হ্যায়’।
জরিপ সম্পর্কে শাদি ডটকমের চিফ অপারেটিং অফিসার
গৌরাভ রাকশিত বলেন, “এই জরিপের মাধ্যমে বোঝা যায়
যে ভারতীয় নারীরা কিভাবে সিরিয়ালের প্রিয়
চরিত্রগুলোকে সত্যিকারের মানুষ
বলে মনে করে এবং তাদের চারিত্রিক
বৈশিষ্ট্যগুলোকে আপন করে নেয়।”
জরিপে সবচেয়ে মানানসই জুটি হিসেবে সর্বাধিক ৩৬
দশমিক ২ শতাংশ ভোট পেয়েছে ‘যোধা আকবারে’র যোধা-
জালাল জুটি। ৩৩ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয়
স্থানে আছে ‘কমেডি নাইটস উইথ কাপিলে’র কাপিল-
সুমনা জুটি। আর ৩০ দশমিক ৭ শতাংশ ভোট নিয়ে তৃতীয়
স্থানে আছে ‘কেহতা হ্যায় দিল জি লে যারা’র ধ্রুভ-
সাচি জুটি।
Posted via Blogaway
No comments:
Post a Comment