দেশের বাজারে আরেক ধাপে কমেছে সোনার দাম;
যা রোববার থেকে কার্যকর হবে বলে বাংলাদেশ
জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে।
হ্রাসকৃত দরে প্রতি ভরি ভালো মানের সোনার (২২
ক্যারেট) মূল্য সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত
কমে দাঁড়িয়েছে ৪৭ হাজার ২৩৯ টাকা।
শনিবার জুয়েলার্স সমিতি এক সংবাদ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজুসের
কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মতিক্রমে রোববার
থেকে সোনার নতুন মূল্য কার্যকর হবে।
বাজুসের সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তর্জাতিক
বাজারে সোনার দাম কমেছে। বিশ্ব বাজারের
সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও দাম কমানো হয়েছে।
নতুন দরে, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের (২২
ক্যারেট) সোনার মূল্য ৪৭ হাজার ২৩৯ টাকা,
যা আগে ছিল ৪৮ হাজার ৪০৫ টাকা। ২১ ক্যারেট সোনার
মূল্য ৪৫ হাজার ৮১ টাকা; যা আগে ছিল ৪৬ হাজার ২৪৭
টাকা । ১৮ ক্যারেট সোনার মূল্য ৩৮ হাজার ৬০৭ টাকা;
যা আগে ছিল ৩৯ হাজার ৬৫৭ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে ভরিপ্রতি ২৬
হাজার ২৪৪ টাকা হয়েছে। আগে এর মূল্য ছিল ২৭ হাজার
৪১০ টাকা।
হ্রাসকৃত দরে প্রতি ভরি (২১ ক্যারেট) রুপার দাম
হয়েছে এক হাজার ১৬৬ টাকা যা আগে ছিল এক হাজার
২৮৩ টাকা।
Posted via Blogaway
No comments:
Post a Comment