Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, June 15, 2014

স্ত্রীকে উত্ত্যক্ত করায় বখাটেদের পেটালেন সাকিব

আবারো খবরের শিরোনামে সাকিব। এবার
তিনি আলোচনায় এসেছেন স্ত্রী শিশিরের
কারণে। কয়েক মাস
আগেবিমানবন্দরেস্ত্রীকেপৌঁছেদিতেগিয়েএকবার
পুলিশের সাথে ঝামেলায় জড়িয়ে ছিলেন এ জুটি।
এবার ঝামেলার সৃষ্টি খেলা দেখাকে কেন্দ্র
করে। গতকাল বাংলাদেশ-ভারতের মধ্যকার
প্রথম এক দিনের ম্যাচে বৃষ্টিতে অলস সময়
কাটছিল যখন সবার। তখন ঘটে বিপত্তি।
জানা গেছে,
সাহারা প্যাভিলিয়নেখেলা দেখতে আসা কয়েকজন
যুবকের সাথে তার ওপর তলায় অবস্থিত ছয় নম্বর
হসপিটালিটিবক্সেবসেখেলাদেখতেথাকাসাকিবের
স্ত্রীর সাথে কথাকাটাকাটি হয়। সাকিবের
স্ত্রী শিশিরের অভিযোগ তিনি ওই বখাটের
ইভটিজিংয়ের শিকার। যুবকদের দাবি তারা এমন
কিছুই করেননি। অবশ্য সাকিবের অভিযোগ
পেয়ে বিসিবি থেকে কিছু লোকজন অভিযুক্ত
যুবকদের কার্যালয়ে ধরে নিয়ে উত্তম মধ্যমও
দেয়া হয়। যার সাথে সাকিবও জড়িত
বলে একটি সূত্র জানায়।
তবে যুবকেরা সাধারণ কেউ নন বিধায়
বিসিবি এটা আর বেশিদূর গড়াতে দেয়নি। কারণ
বিসিবি কার্যালয়ের সম্মুখভাগে অর্থাৎ ওই
গ্যালারিতে যারা ঢোকার সুযোগ পান তাদের
বেশির ভাগই সৌজন্য টিকিট নিয়ে আসেন।
তারা হয় সরকারি আমলা থেকে শুরু
করে মন্ত্রী বা বিসিবি ও প্রশাসনের কেউ
না কেউ বা তার আত্মীয়স্বজন। বিষয়টি টের
পেয়েই
বিসিবিপুলিশেনাযেয়েএটাকেমীমাংসাকরেফেলেবিসিবিএবংভারপ্রাপ্ত
সিইও নিজামুদ্দিন চৌধুরীই মূলত নিষ্পত্তির
উদ্যোগ নিয়ে বিষয়টির তাৎক্ষণিক
নিষ্পত্তি টানেন। উল্লেখ্য, শ্রীলঙ্কার
সাথে সিরিজে এ শেরেবাংলায় সাকিব
নিজে অশালীন অঙ্গভঙ্গি করে তিন ম্যাচ
নিষিদ্ধ হয়েছিলেন। এরপর টি-২০ বিশ্বকাপ
চলাকালে দলগত পারফরম্যান্স ও বিসিবির কিছু
কর্মকাণ্ড নিয়ে একটি পত্রিকায় সাক্ষাৎকার
দিয়েও বিসিবির নজরদারিতে পড়েছিলেন।


Posted via BN24Hour

No comments: