Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, June 17, 2014

নিজেদের ব্যর্থতায় দেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন মুশফিক সময় : 9

ঢাকা: নিজের মাঠে ১০৬ রানের সহজ জয়ের
পরিবর্তে উল্টো ৫৮ রানের লজ্জা উপহার
দিয়েছে দেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন
অধিনায়ক মুশফিকুর রহিম। মঙ্গলবার
মিরপুরে ভারতের বিপক্ষে মাত্র ১৭.৪ ওভারে ৫৮
রানে অলআউট হয় স্বাগতিকরা।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৭
রানে জয় নিয়ে ২-০ সিরিজ নিশ্চিত
করলো ভারত। ম্যাচ শেষে সংবাদ
সম্মেলনে জাতীয় দলের অধিনায়ক মুশফিক
বলেন,‘দলের ব্যর্থতার জন্য আমি দেশের মানুষের
কাছে ক্ষমা চাইছি। নিজের
মাঠে ভারতে বিপক্ষে জয়ের বড় সুযোগ ছিল।
কিন্তু নিজেদের ব্যর্থতার
কারণে আমরা জিততে পারিনি।’
এছাড়া মুশফিক বলেন,‘যে কোন উইকেটে ১০৬ রান
করা সহজ। কিন্তু আমরা তা করতে পারিনি।
ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই হেরেছি।
বোলাররা ভালো করেছে কিন্তু
ব্যাটসম্যনরা ভালো করতে পারেনি। এর চেয়ে আর
লজ্জার কিছুই নেই।’

posted from Bloggeroid

No comments: