Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, June 3, 2014

নাইটদের সংবর্ধনা ঘিরে উত্তপ্ত ইডেন

কলকাতা নাইট রাইডার্সের সংবর্ধনা অনুষ্ঠান
ঘিরে কলকাতার ইডেন চত্বর এখন উত্তপ্ত। আজ
মঙ্গলবার ভোর থেকেই ক্রিকেটপ্রেমীরা ভিড়
জমাতে শুরু করেছিলেন সেখানে। বেলা বাড়ার
সাথে সাথে প্রায় ভরে ওঠে ইডেন চত্বর। কিন্তু
অনেকের কাছেই ইডেনে ঢোকার
কোনো বিনামূল্যের টোকেন ছিল না। এ
নিয়ে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়।
ইডেনে ঢোকার বিভিন্ন গেটে আটকে পড়ে জনতা।
শুরু হয় পুলিশের বাদানুবাদ, হাতাহাতি।
পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিও চালায়
বলেও অভিযোগ পাওয়া গেছে।
সোমবার ক্রীড়ামন্ত্রী মদন মিত্র জানান,
কলকাতার প্রতিটি থানা থেকে ইডেনে ঢোকার
বিনামূল্যের টোকেন পাওয়া যাবে। কিন্তু
উৎসাহী খেলাপ্রেমীদের তুলনায় সেই
সংখ্যা ছিল খুবই কম। অনেকেই থানায়
গিয়ে টোকেন পাননি বলে অভিযোগ করেন। তবুও
নিরাশ না হয়ে সকাল থেকেই তারা ভিড় করেন
ইডেন চত্বরে। যদি কোনোভাবে একটি টোকেন
পাওয়া যায়। কিন্তু বেলা বাড়লেও তাদের
হাতে এসে পৌঁছয়নি ইডেনে ঢোকার ছাড়পত্র।
কাজেই ইডেনের বাইরে তৈরি হয় চূড়ান্ত
বিশৃঙ্খলা। ভেতরে ততক্ষণে শুরু
হয়ে গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। কেকেআর-এর
টিম সদস্যরাও হোটেল
থেকে বাসে উঠে পড়েছেন। বেলা গড়ালেও
পরিস্থিতির বড় একটা হেরফের হয়নি।


Posted via Blogaway

No comments: