আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: মিশরের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত
ফলাফলে সাবেক সেনাপ্রধান আবদুল ফাতাহ আল
সিসি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। কায়রোতে মঙ্গলবার
এক সংবাদ সম্মেলনে যখন নির্বাচনের চূড়ান্ত ফল
ঘোষণা করা হয়, তখন কিছু সাংবাদিক ও
সরকারী কর্মকর্তাকে করতালিতে ফেটে পড়তে দেখা যায়।
অনেককে এসময় নাচতেও দেখা যায়।
গত সপ্তাহে অনুষ্ঠিত এই প্রেসিডেন্ট
নির্বাচনে অর্ধেকেরও কম ভোটার অংশ নেয়।
নির্বাচনে সিসি প্রাপ্ত ভোটের শতকরা ৯৬.৯ ভাগ ভোট
পেয়েছেন বলে জানা গেছে। তার একমাত্র
প্রতিদ্বন্দ্বী বামপন্থী নেতা হামদিন
সাবাহি পেয়েছেন মাত্র ৩ দশমিক ১ শতাংশ ভোট।
জয়লাভ করার পর প্রেসিডেন্ট হিসেবে দেয়া প্রথম
ভাষণে আল সিসি দেশকে উন্নয়নের ধারায় নিয়ে যাওয়ার
অঙ্গীকার করেন।
গত বছর জুলাই মাসে মিশরের প্রথম নির্বাচিত
প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসিকে উৎখাত করার পর থেকেই
তার দল মুসলিম ব্রাদারহুডের
সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন সাবেক সেনাপ্রধান সিসি।
মুসলিম ব্রাদারহুড এই নির্বাচনকে 'রক্ত-রঞ্জিত
নির্বাচন আখ্যা' দিয়ে বর্জন করেছে। এছাড়া ২০১১
সালে প্রেসিডেন্ট হোসনি মুবারককে উৎখাত করার
আন্দোলনে যোগ দেয়া অনেক উদারপন্থী ও ধর্মনিরপেক্ষ
আন্দোলনকারীরাও নাগরিক অধিকার হরণ করার অভিযোগ
তুলে এই নির্বাচন বর্জন করেছিল।
Posted via Blogaway
No comments:
Post a Comment