স্পোর্টস ডেস্ক : ভারত বধের লক্ষ্য নিয়ে আগামীকাল
রোববার প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে মুশফিকুর রহিমের
নেতৃত্বে মাঠে নামবে টাইগাররা।
তিনটি একদিনের ম্যাচের প্রথমটি মিরপুর
শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে।
বাংলাদেশ-ভারত এ পর্যন্ত
২৫টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। তাতে ভারত জয়
পেয়েছে ২২টি। আর বাংলাদেশ জিতেছে ৩টি। তবে অতীতের
সিরিজ হারের সেই গ্লানি মুছে দিতে প্রস্তুত সাকিব,
তামিমরা। তারা ২০০৭ সালের বিশ্বকাপের জয়ের সেই
স্মৃতি ফিরিয়ে আনতে নিজেদের সর্বচ্চো দিতে প্রস্তুত।
এদিকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ
খেলতে ব্যাটসম্যান সুরেশ রায়নার নেতৃত্বে ২৬ সদস্যের
ভারতীয় ক্রিকেট দল শুক্রবার ঢাকায় পৌঁছেছে।
স্বাগতিকদের
বিপক্ষে ৩
ম্যাচের
ওয়ানডে সিরিজে রাখা হয়নি নিয়মিত
অধিনায়ক
মহেন্দ্র
সিং ধোনি ও
তারকা ব্যাটসম্যান
বিরাট
কোহলিসহ
আরও
৫
সদস্যকে।
বাংলাদেশ
সফরে আরও যাদের দেখা মিলবে না তারা হচ্ছেন হচ্ছেন-
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র
জাদেজা এবং সামি আহমেদ।
নিয়মিত তারকাদের অনুপস্থিতিতে ভারতীয় দলে সুযোগ
পেয়েছেন চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট
রাইডার্সের হয়ে ধারাবাহিক ব্যাটিং নৈপূণ্য দেখানো ওপেনার
রবিন উথাপ্পা। এছাড়াও অধিনায়ক এমএস ধোনির
অনুপস্থিতিতে দলের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন
ঋদ্ধিমান সাহা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট
স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১৫, ১৭ ও ১৯
জুন।
বাংলাদেশ-ভারত সিরিজের এই টিকিট পাওয়া যাবে ইউনাইটেড
কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ঢাকাস্থ পাঁচটি ব্রাঞ্চে।
ব্রাঞ্চগুলো হলো: বিজয়নগর, ধানমণ্ডি, বসুন্ধরা,
উত্তরা ও মিরপুর রোড ব্রাঞ্চ। মিরপুর
ব্রাঞ্চে গ্রাহকরা সরাসরি বা ইউক্যাশের মাধ্যমে টিকেট
সংগ্রহ করতে পারবেন। যাদের ইউক্যাশে অ্যাকাউন্ট
খোলা আছে তারা বাকি চারটি ব্রাঞ্চ থেকে টিকেট
নিতে পারবেন।
প্রথমে টিকেটিং পার্সেস সংগ্রহ করতে হবে তারপর
গ্রাহকরা নির্ধারিত ব্রাঞ্চ থেকে টিকেট সংগ্রহ করবেন।
১২ জুন থেকে তিনটি ওয়ানডে ম্যাচের টিকিট
একসঙ্গে পাওয়া যাবে।
বিসিবি’র হসপিটালিটি লাউঞ্জ ৩০০০ টাকা,
হসপিটালিটি বক্স ৫০০০ টাকা। এছাড়া, গ্রান্ড স্ট্যান্ডের
১৫০০ টাকা, ভিআইপি গ্রান্ড ৫০০ টাকা, শহীদ মুস্তাক ও
শহীদ জুয়েল গ্যালারি ৩০০ টাকা, উত্তর ও দক্ষিণ
গ্যালারি ১৫০ টাকা, পূর্ব গ্যালারি ১০০ টাকা।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক, তামিম ইকবাল,
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, আল
আমিন হোসেন, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা,
তাসকিন আহম্মেদ, আনামুল হক বিজয়, ইমরুল কায়েস,
শামসুর রহমান, মুমিনুল হক, নাঈম ইসলাম, নাসির হোসেন,
জিয়াউর রহমান, ফরহাদ রেজা, আরাফাত সানী, সোহাগ গাজী,
মো মিথুন, সৌম্য সরকার, শফিউল ইসলাম ও সাব্বির
রহমান।
ভারত দল: সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উথাপ্পা,
আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, আম্বাতি রায়ডু, মনোজ
তিওয়ারি, কেদার যাদব, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক),
পারভেজ রসুল, অক্ষর প্যাটেল, বিনয় কুমার, উমেশ যাদব,
স্টুয়ার্ট বিন্নি, মোহিত শর্মা ও অমিত মিশ্র।
Posted via BN24Hour
No comments:
Post a Comment