গাজীপুর: বিডিআর বিদ্রোহ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক
বিডিআর সদস্যকে কাশিমপুর
কারাগারে দেখতে গিয়ে সেমাইয়ের সঙ্গে মেমোরি কার্ড
দেয়ার সময় মা ও ছেলে আটক হয়েছে।
মেমোরি কার্ডে আনসারুল্লাহ বাংলাটিম প্রধানের ভিডিও
বার্তা ও সাংকেতিক ভাষা রয়েছে।
আটককৃতরা হলেন মা হাজেরা বেগম ও তার ছেলে সাগর
মিয়া। তাদের বাড়ি মাগুরা জেলার সাঁলিখা থানার বাগডাঙ্গ
গ্রামে। তারা বিডিআর বিদ্রোহ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত
আসামি সেলিম রেজার স্ত্রী ও ছেলে।
গাজীপুরের কাশিমপুরস্থিত হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার
ও জয়দেবপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, পবিত্র শব-ই-
বরাত উপলক্ষে কারাগারগুলোতে বিশেষ খাবার পরিবেশন
করা হয়। বন্দিদের আত্মীয়স্বজনরাও খাবার নিয়ে আসেন।
শনিবার বেলা ১১টার দিকে গাজীপুরের কাশিমপুরস্থিত
হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত
বিডিআর সদস্য সেলিম রেজার সঙ্গে দেখা করতে তার
স্ত্রী ও ছেলে আসে। এ সময় তারা শব-ই-বরাত
উপলক্ষে বাড়ি থেকে রান্না করে নিয়ে আনা শুকনো সেমাই
কারাভ্যন্তরে সেলিম রেজাকে দেয়ার চেষ্টা করে। খাবার
পরীক্ষার সময় ওই সেমাইয়ের প্যাকেট
থেকে একটি মেমোরি কার্ড উদ্ধার হয়।
মেমোরি কার্ডটি পরীক্ষা করে দেখা গেছে,
এতে আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান জসিম উদ্দিন
রহমানীর বিশেষ ভিডিও বার্তা রয়েছে। এছাড়াও
মেমোরি কার্ডটিতে সাংকেতিক ভাষায় জামালপুর,
লালমরিহাট, কিশোরগঞ্জ ও জয়দেবপুরসহ বিভিন্ন কিছু
লেখা রয়েছে।
কারাকর্তৃপক্ষ মেমোরি কার্ডসহ মা ও ছেলেকে আটক
করে জয়দেবপুর থানা পুলিশে সোপর্দ করেছে। পুলিশ তাদের
জিজ্ঞাসাবাদ করছে।
বিডিআর বিদ্রোহের সময় সেনা কর্মকর্তা হত্যার ঘটনায়
আদালত মামলার ৬নং আসামি সেলিম রেজাকে মৃত্যুদণ্ডাদেশ
দেয়। তাকে গত অক্টোবরে ঢাকা কেন্দ্রীয় কারাগার
থেকে গাজীপুরের কাশিমপুরস্থিত হাইসিকিউরিটি কেন্দ্রীয়
কারাগারে স্থানান্তর করা হয়।
Posted via BN24Hour
No comments:
Post a Comment