Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, June 14, 2014

‘বিশ্বকাপে প্রিয় দলের পতাকা উড়ানোয় বাধা নেই’: প্রধানমন্ত্রী

ঢাকা:
ভিনদেশি হলেও
বিশ্বকাপে প্রিয়
দলের
পতাকা ওড়ানোতে কোনো বাধা নেই
বলেই
মন্তব্য
করেছেন
প্রধানমন্ত্রী শেখ
হাসিনা।
গণভবনে চীন সফর নিয়ে শনিবার বিকালে আয়োজিত সংবাদ
সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ
মন্তব্য করেন।
তিনি বলেন, ‘যে যে দলের সমর্থক, তাদের পতাকা তুলবে না,
এ কেমন কথা? এর মধ্যে দিয়েই তো খেলার একটা উৎসাহ
চলে আসবে সারা দেশে। আমরা যত বেশি খেলাধুলা,
সাংস্কৃতিক চর্চা এসব দিকে আমাদের ছেলেমেয়েদের
সম্পৃক্ত করতে পারব, তত বেশি সন্ত্রাস, অপরাধ দূর
করা সম্ভব হবে।’
তবে প্রধানমন্ত্রী নিজে কোন দেশের সমর্থক,
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সরাসরি কোনো উত্তর
পাওয়া যায়নি তার কাছ থেকে। প্রধানমন্ত্রীই উল্টো প্রশ্ন
ছুঁড়ে দিয়েছেন, ‘কে জিতবে? কোন দেশ জিতবে ফুটবলে?’
উপস্থিত সাংবাদিকদের অনেকেই কয়েকটি দলের নাম
উচ্চারণ করলে প্রধানমন্ত্রী হেসে বলেন, ‘আছি, আছি।’
ভিনদেশি পতাকা উড়বে নাকি উড়বে না,
এই
প্রশ্নে বেশ
ভালো বিতর্কই
তৈরি হয়েছিল
এবারের
বিশ্বকাপের
শুরুতে।
ভিনদেশি পতাকা নামিয়ে ফেলার
নির্দেশ
দিয়ে বিতর্কটা তৈরি করেছিলেন
যশোরের
জেলা প্রশাসক।
সন্দেহ
নেই কিছুটা মনঃক্ষুণ্নই হয়েছিলেন দেশের ফুটবলপ্রেমীরা।
বিশ্বকাপের সময় প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই ভিন
দেশের পতাকা ওড়ান ফুটবলপ্রেমীরা। এবারের বিশ্বকাপেও
বাংলাদেশের আকাশে উড়ছে ব্রাজিল-আর্জেন্টিনাসহ
বিশ্বকাপে অংশ নেওয়া নানা দেশের পতাকা। কিন্তু
সম্প্রতি ভিনদেশি পতাকা নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন
যশোরের জেলা প্রশাসক। আইন লঙ্ঘনের অভিযোগ
এনে পতাকা নামিয়ে ফেলার আহ্বান জানিয়েছিলেন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। কিন্তু
প্রধানমন্ত্রী শেখ
হাসিনা পতাকা ওড়ানোতে কোনো সমস্যা দেখছেন না।


Posted via BN24Hour

No comments: