Headlines



gazitv2

w41j

gazitv

Showing posts with label top news. Show all posts
Showing posts with label top news. Show all posts

Sunday, June 22, 2014

দেহ ব্যবসায় জড়িয়ে পড়ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও

আমাদের সবার ঘরের আশে পাশেই পতিতালয়!
ছাত্রী, চাকুরে, এনজিও কর্মীর
ছদ্মবেশে চলছে পতিতাবৃত্তি। এই সমাজে বাস
করছি আমরা! দেহ ব্যবসায়
জড়িয়ে পড়ছে সরকারী বেসরকারী কলেজ
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও।
আইন প্রয়োগকারী সংস্থার যোগসাজস ও
রহস্যজনক নীরবতার সুযোগে রাজধানী ঢাকার
৪৯টি থানার প্রায় পৌনে ১শ স্পটে ৪ শতাধিক
হোটেল ও ২ সহস্রাধিক বাসা-বাড়ী ও
ফ্ল্যাটে চলছে জমজমাট দেহ ব্যবসা। আর এর
সাথে সম্পৃক্ত হয়ে পড়ছে বিভিন্ন স্বনামধন্য
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। আর এদের খদ্দের
হচ্ছে চাকুরে, পেশাজীবি, ছাত্র সহ সব
শ্রেনীর পুরুষ।
বারিধারা বনানী ও গুলশান এলাকার দেড়
শতাধিক গেষ্ট হাউজে রাতের বেলায় চলে মদ
জুয়া ও দেহ ব্যবসা। কাজ হাসিলের জন্য
এখানে আয়োজন করা হয় ওম্মা ওম্মা নাইট,
থার্সডে নাইট ও ককটেল পার্টি। এসব
পার্টিতে দেশী-বিদেশী কলগার্লরা অংশ নেয়।
এছাড়া ৪ শতাধিক হোটেলের পাশাপাশি ২
সহস্রাধিক রেস্তরা, বিউটি পার্লার, ম্যাসেজ
পার্লার, ক্লাব, বার, রেষ্ট হাউজ, ফ্ল্যাট ও
বাসাবাড়ীতে চলছে দেহ ব্যবসা। জানা যায়,
নগরীর ৮৫ ভাগ আবাসিক হোটেলে প্রতিদিন
প্রায় ৫ হাজার নারী গণিকাবৃত্তিতে রত।
বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরাও এখন দেহ
ব্যবসায় নেমে গেছে। মূলত বিশ্ববিদ্যালয়ের
আশেপাশের ফ্ল্যাট বাসা কেন্দ্রিক।
তাছাড়া বিভিন্ন পাঁচ
তারকা হোটেলে মনোরঞ্জনের কাজে ব্যস্ত
থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।
গুলশান, নিকেতন, ধানমণ্ডি, বসুন্ধরা আবাসিক
এলাকায় এইরকম প্রায় ১৯ টি ফ্ল্যাট বাড়ির
সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে আরেকটি গ্রুপ
আছে এসকর্ট (চাহিদামত খদ্দেরের সুবিধাজনক
স্থানে) সার্ভিস দিয়ে থাকে।
মিনি পতিতালয় গুলোতে দেহ ব্যবসার
পাশাপাশি মাদকদ্রব্যের ব্যবহারও হয় ব্যাপক।
হোটেলের আসরে বাংলা মদ থেকে শুরু
করে দামী গ্রীন লেবেল, হুইস্কি রয়াল সেলুট ও
জীন ভোদকাসহ সবই থাকে। সাধারণ মানুষের
চোখে ফাঁকি দিতে হোটেল নাইট এ্যাংগেল
থেকে কোক, পেপসী ও আরসি কোলার
খালি বোতলে মদ কিনে নিয়ে যায় খদ্দররা।
একদা মসজিদের শহর ঢাকা এখন পতিতালয়ের
শহর! দেখার কেউ আছে কি? নাকি সমাজ
সভ্যতা সব ধংসের দিকে ঠেলে দেব আমরা?
এখনো সময় আছে শক্ত হাতে এসব দমন করার। আর
দেরী না করে নৈতিকতা ও ধর্ম
শিক্ষা বাড়াতে হবে। নইলে এ সমাজ
টিকবে না।

posted from Bloggeroid

Friday, June 20, 2014

ভারতে যেতে ভিসা লাগবে না বাংলাদেশীদের!

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত
ভ্রমণে ভিসাসংক্রান্ত ঝক্কি-ঝামেলার দিন শেষ
হচ্ছে! এখন ভিসা ছাড়াই ভারতে ভ্রমণের সুযোগ
সৃষ্টি হচ্ছে। তবে এ সুযোগ কেবল ১৮ বছরের
নিচে ও ৬৫ বছরের উপরের বয়সের নাগরিকদের
জন্য প্রযোজ্য হবে। শুক্রবার উত্তর-পূর্ব
ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক যুগশঙ্খ এ খবর
দিয়েছে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে,
ভারত-বাংলাদেশ সম্পর্ক
শক্তিশালী করতে ভারতের নতুন নরেন্দ্র
মোদি সরকার বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে।
যার মধ্যে নির্দিষ্ট বয়সের বাংলাদেশি নাগরিকদের
ভিসা ছাড়া ভারত ভ্রমণের প্রস্তাব রয়েছে। এ
ছাড়াও ঢাকা-শিলং-গৌহাটি বাস চলাচল,
নৌপথে দুদেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য
বৃদ্ধির বিষয়টি রয়েছে ওই প্রস্তবের মধ্যে।
যুগশঙ্খের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের
কেন্দ্রীয় সরকারের ওই প্রস্তাবগুলো অনুমোদনের
জন্য বাংলাদেশঘেষা রাজ্যগুলোর সরকারের
কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
কিন্তু কেন্দ্রীয় সরকারের ভিসা ছাড়া প্রবেশের
প্রস্তাবের বিরোধিতা করেছে আসামের
মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তিনি কেন্দ্রীয় সরকারের
এই প্রস্তাবকে ‘ভয়ঙ্কর’ বলে অভিহিত
করে বলেছেন, কেন্দ্রের এই প্রস্তাব
মেনে নেয়া সম্ভব নয়। এভাবে নথিপত্র
ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের
সুযোগে ভারতে সমস্যা বাড়বে।
বৃহস্পতিবার আসামের রাজধানী গৌহাটিতে এক
সংবাদ সম্মেলনে তিনি কেন্দ্রীয় সরকারের এ
প্রস্তাবকে নাকচ করে দিয়ে বলেছেন, বাংলাদেশের
সঙ্গে বাণিজ্য ও নদীপথে যোগযোগ বৃদ্ধির
প্রস্তাবে রাজ্য সরকার রাজি আছে।
তবে ভিসা ছাড়া প্রবেশের সিদ্ধান্ত মানা হবে না।
তরুণ গগৈ বলেন, বিজেপি যখন বিরোধী দল ছিল
তখন ‘বাংলাদেশি’ তাড়ানোর দাবিতে আন্দোলন
করেছে। কিন্তু ক্ষমতায় আসা মাত্রই
বাংলাদেশিদের ‘লাল কার্পেট’
পেতে দিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে।


Posted via BN24Hour

Saturday, June 14, 2014

১২ দিনের সফর শেষে লন্ডন ফিরলেন তারেক

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ১২ দিনের সফর
শেষে শুক্রবার লন্ডন ফিরেছেন।
সফরকালে তিনি কুয়ালালামপুরের জালান কিয়া পেঙ এ
বিখ্যাত প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্বাস্থ্য
পরীক্ষা করান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১২ জুন পুত্রা ওয়ার্ল্ড ট্রেড
সেন্টারের তুন রাজ্জাক হলে বিএনপি আয়োজিত
আলোচনা সভায় বক্তব্য দেন। সেখানে র্যাব বিলুপ্তির
পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিও উদ্বোধন করেন তারেক
রহমান।
গতকাল শুক্রবার সকাল ১০টায় তারেক রহমান তার স্ত্রী ডা.
জোবায়দা রহমান ও
মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে কাতার এয়ারওয়েজের
একটি বিমানে কুয়ালালামপুর ত্যাগ করেন।
এয়ারপোর্টে তাকে বিদায় জানান তার ব্যক্তিগত মুখ্য
কর্মকর্তা মিয়া নূর উদ্দীন অপু এবং স্থানীয় বিএনপির
নেতাকর্মী।
প্রসঙ্গত, গত ২ জুন মালয়েশিয়ায় আসেন তারেক রহমান।
ওইদিন কুয়ালালামপুর বিমান বন্দরে পৌঁছালে তাকে স্বাগত
জানান মালয়েশিয়া সরকারের কমিউনিকেশন ও
মাল্টিমিডিয়া মন্ত্রণালয়ের মহাসচিব দাতো আবদুর রহীম
রাজী।
তারেক রহমান ২০০৮ এর ১২ সেপ্টেম্বর চিকিৎসার জন্য
সপরিবারে লন্ডন যাওয়ার প্রায় পাঁচ বছর পর প্রথম
তিনি লন্ডনের বাইরে যান গত বছরের ১ এপ্রিল পবিত্র
ওমরাহ পালনের জন্য সৌদিআরব। এরপর গেলেন
কুয়ালালামপুর।


Posted via BN24Hour

‘বিশ্বকাপে প্রিয় দলের পতাকা উড়ানোয় বাধা নেই’: প্রধানমন্ত্রী

ঢাকা:
ভিনদেশি হলেও
বিশ্বকাপে প্রিয়
দলের
পতাকা ওড়ানোতে কোনো বাধা নেই
বলেই
মন্তব্য
করেছেন
প্রধানমন্ত্রী শেখ
হাসিনা।
গণভবনে চীন সফর নিয়ে শনিবার বিকালে আয়োজিত সংবাদ
সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ
মন্তব্য করেন।
তিনি বলেন, ‘যে যে দলের সমর্থক, তাদের পতাকা তুলবে না,
এ কেমন কথা? এর মধ্যে দিয়েই তো খেলার একটা উৎসাহ
চলে আসবে সারা দেশে। আমরা যত বেশি খেলাধুলা,
সাংস্কৃতিক চর্চা এসব দিকে আমাদের ছেলেমেয়েদের
সম্পৃক্ত করতে পারব, তত বেশি সন্ত্রাস, অপরাধ দূর
করা সম্ভব হবে।’
তবে প্রধানমন্ত্রী নিজে কোন দেশের সমর্থক,
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সরাসরি কোনো উত্তর
পাওয়া যায়নি তার কাছ থেকে। প্রধানমন্ত্রীই উল্টো প্রশ্ন
ছুঁড়ে দিয়েছেন, ‘কে জিতবে? কোন দেশ জিতবে ফুটবলে?’
উপস্থিত সাংবাদিকদের অনেকেই কয়েকটি দলের নাম
উচ্চারণ করলে প্রধানমন্ত্রী হেসে বলেন, ‘আছি, আছি।’
ভিনদেশি পতাকা উড়বে নাকি উড়বে না,
এই
প্রশ্নে বেশ
ভালো বিতর্কই
তৈরি হয়েছিল
এবারের
বিশ্বকাপের
শুরুতে।
ভিনদেশি পতাকা নামিয়ে ফেলার
নির্দেশ
দিয়ে বিতর্কটা তৈরি করেছিলেন
যশোরের
জেলা প্রশাসক।
সন্দেহ
নেই কিছুটা মনঃক্ষুণ্নই হয়েছিলেন দেশের ফুটবলপ্রেমীরা।
বিশ্বকাপের সময় প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই ভিন
দেশের পতাকা ওড়ান ফুটবলপ্রেমীরা। এবারের বিশ্বকাপেও
বাংলাদেশের আকাশে উড়ছে ব্রাজিল-আর্জেন্টিনাসহ
বিশ্বকাপে অংশ নেওয়া নানা দেশের পতাকা। কিন্তু
সম্প্রতি ভিনদেশি পতাকা নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন
যশোরের জেলা প্রশাসক। আইন লঙ্ঘনের অভিযোগ
এনে পতাকা নামিয়ে ফেলার আহ্বান জানিয়েছিলেন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। কিন্তু
প্রধানমন্ত্রী শেখ
হাসিনা পতাকা ওড়ানোতে কোনো সমস্যা দেখছেন না।


Posted via BN24Hour

Tuesday, June 10, 2014

রাজশাহীতে পর্নো ভিডিও ছবি তৈরি, যুগল আটক

রাজশাহী: রাজশাহী নগরীর একটি আবাসিক
হোটেলে পর্নো ছবি তৈরির সময় যুগলকে আটক
করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত গভীর
রাতে তাদের আটক করা হয়। তবে মঙ্গলবার
দুপুরে পুলিশ বিষয়টি প্রকাশ করে।
আটককৃতরা হলেন, খালেকুজ্জামান রাজশাহী কলেজের
ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের
ছাত্র এবং রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ
টেকনলজির এক ছাত্রী।
নগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার
সরদার তমিজ উদ্দিন আহমেদ
বাংলানিউজকে জানান, সোমবার বিকেলে ওই যুগল
নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে নগরীর
হেতেম খাঁ এলাকার হোটেল রেড কেসেলসে ওঠেন।
পরে রাতে পর্নো ভিডিও চিত্র তৈরির জন্য
অসামাজিক কাজে লিপ্ত হন তারা। ওই ভিডিও
চিত্র ধারণ করা হচ্ছিল খালেকুজ্জামানের
কাছে থাকা ল্যাপটপে ওয়েবক্যাম দিয়ে।
গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের
একটি দল ওই হোটেলে অভিযান চালায়। এসময়
হাতেনাতে তাদের আটক করা হয় এবং তাদের
কাছে থাকা ল্যাপটপটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় হোটেলের মালিক ও ম্যানেজারসহ আটক
দুই যুগলের বিরুদ্ধে মামলা দায়ের
করা হয়েছে বলে জানান সরদার তমিজ উদ্দিন।
এদিকে, আটকের পর নিজেদের প্রেমিক-
প্রেমিকা দাবি করে বিষয়টি ধামাচাপা দিতে মহানগর
গোয়েন্দা পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করা হয়।
প্রথমে পুলিশ বিষয়টি এড়িয়ে গেলেও
জানাজানি হওয়ার পর তা স্বীকার করতে বাধ্য
হয়।


Posted via BN24Hour

রাজশাহীতে পর্নো ভিডিও ছবি তৈরি, যুগল আটক

রাজশাহী: রাজশাহী নগরীর একটি আবাসিক
হোটেলে পর্নো ছবি তৈরির সময় যুগলকে আটক
করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত গভীর
রাতে তাদের আটক করা হয়। তবে মঙ্গলবার
দুপুরে পুলিশ বিষয়টি প্রকাশ করে।
আটককৃতরা হলেন, খালেকুজ্জামান রাজশাহী কলেজের
ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের
ছাত্র এবং রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ
টেকনলজির এক ছাত্রী।
নগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার
সরদার তমিজ উদ্দিন আহমেদ
বাংলানিউজকে জানান, সোমবার বিকেলে ওই যুগল
নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে নগরীর
হেতেম খাঁ এলাকার হোটেল রেড কেসেলসে ওঠেন।
পরে রাতে পর্নো ভিডিও চিত্র তৈরির জন্য
অসামাজিক কাজে লিপ্ত হন তারা। ওই ভিডিও
চিত্র ধারণ করা হচ্ছিল খালেকুজ্জামানের
কাছে থাকা ল্যাপটপে ওয়েবক্যাম দিয়ে।
গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের
একটি দল ওই হোটেলে অভিযান চালায়। এসময়
হাতেনাতে তাদের আটক করা হয় এবং তাদের
কাছে থাকা ল্যাপটপটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় হোটেলের মালিক ও ম্যানেজারসহ আটক
দুই যুগলের বিরুদ্ধে মামলা দায়ের
করা হয়েছে বলে জানান সরদার তমিজ উদ্দিন।
এদিকে, আটকের পর নিজেদের প্রেমিক-
প্রেমিকা দাবি করে বিষয়টি ধামাচাপা দিতে মহানগর
গোয়েন্দা পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করা হয়।
প্রথমে পুলিশ বিষয়টি এড়িয়ে গেলেও
জানাজানি হওয়ার পর তা স্বীকার করতে বাধ্য
হয়।


Posted via BN24Hour

রাজশাহীতে পর্নো ভিডিও ছবি তৈরি, যুগল আটক

রাজশাহী: রাজশাহী নগরীর একটি আবাসিক
হোটেলে পর্নো ছবি তৈরির সময় যুগলকে আটক
করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত গভীর
রাতে তাদের আটক করা হয়। তবে মঙ্গলবার
দুপুরে পুলিশ বিষয়টি প্রকাশ করে।
আটককৃতরা হলেন, খালেকুজ্জামান রাজশাহী কলেজের
ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের
ছাত্র এবং রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ
টেকনলজির এক ছাত্রী।
নগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার
সরদার তমিজ উদ্দিন আহমেদ
বাংলানিউজকে জানান, সোমবার বিকেলে ওই যুগল
নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে নগরীর
হেতেম খাঁ এলাকার হোটেল রেড কেসেলসে ওঠেন।
পরে রাতে পর্নো ভিডিও চিত্র তৈরির জন্য
অসামাজিক কাজে লিপ্ত হন তারা। ওই ভিডিও
চিত্র ধারণ করা হচ্ছিল খালেকুজ্জামানের
কাছে থাকা ল্যাপটপে ওয়েবক্যাম দিয়ে।
গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের
একটি দল ওই হোটেলে অভিযান চালায়। এসময়
হাতেনাতে তাদের আটক করা হয় এবং তাদের
কাছে থাকা ল্যাপটপটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় হোটেলের মালিক ও ম্যানেজারসহ আটক
দুই যুগলের বিরুদ্ধে মামলা দায়ের
করা হয়েছে বলে জানান সরদার তমিজ উদ্দিন।
এদিকে, আটকের পর নিজেদের প্রেমিক-
প্রেমিকা দাবি করে বিষয়টি ধামাচাপা দিতে মহানগর
গোয়েন্দা পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করা হয়।
প্রথমে পুলিশ বিষয়টি এড়িয়ে গেলেও
জানাজানি হওয়ার পর তা স্বীকার করতে বাধ্য
হয়।


Posted via BN24Hour

রাজশাহীতে পর্নো ভিডিও ছবি তৈরি, যুগল আটক

রাজশাহী: রাজশাহী নগরীর একটি আবাসিক
হোটেলে পর্নো ছবি তৈরির সময় যুগলকে আটক
করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত গভীর
রাতে তাদের আটক করা হয়। তবে মঙ্গলবার
দুপুরে পুলিশ বিষয়টি প্রকাশ করে।
আটককৃতরা হলেন, খালেকুজ্জামান রাজশাহী কলেজের
ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের
ছাত্র এবং রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ
টেকনলজির এক ছাত্রী।
নগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার
সরদার তমিজ উদ্দিন আহমেদ
বাংলানিউজকে জানান, সোমবার বিকেলে ওই যুগল
নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে নগরীর
হেতেম খাঁ এলাকার হোটেল রেড কেসেলসে ওঠেন।
পরে রাতে পর্নো ভিডিও চিত্র তৈরির জন্য
অসামাজিক কাজে লিপ্ত হন তারা। ওই ভিডিও
চিত্র ধারণ করা হচ্ছিল খালেকুজ্জামানের
কাছে থাকা ল্যাপটপে ওয়েবক্যাম দিয়ে।
গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের
একটি দল ওই হোটেলে অভিযান চালায়। এসময়
হাতেনাতে তাদের আটক করা হয় এবং তাদের
কাছে থাকা ল্যাপটপটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় হোটেলের মালিক ও ম্যানেজারসহ আটক
দুই যুগলের বিরুদ্ধে মামলা দায়ের
করা হয়েছে বলে জানান সরদার তমিজ উদ্দিন।
এদিকে, আটকের পর নিজেদের প্রেমিক-
প্রেমিকা দাবি করে বিষয়টি ধামাচাপা দিতে মহানগর
গোয়েন্দা পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করা হয়।
প্রথমে পুলিশ বিষয়টি এড়িয়ে গেলেও
জানাজানি হওয়ার পর তা স্বীকার করতে বাধ্য
হয়।


Posted via BN24Hour

রাজশাহীতে পর্নো ভিডিও ছবি তৈরি, যুগল আটক

রাজশাহী: রাজশাহী নগরীর একটি আবাসিক
হোটেলে পর্নো ছবি তৈরির সময় যুগলকে আটক
করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত গভীর
রাতে তাদের আটক করা হয়। তবে মঙ্গলবার
দুপুরে পুলিশ বিষয়টি প্রকাশ করে।
আটককৃতরা হলেন, খালেকুজ্জামান রাজশাহী কলেজের
ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের
ছাত্র এবং রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ
টেকনলজির এক ছাত্রী।
নগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার
সরদার তমিজ উদ্দিন আহমেদ
বাংলানিউজকে জানান, সোমবার বিকেলে ওই যুগল
নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে নগরীর
হেতেম খাঁ এলাকার হোটেল রেড কেসেলসে ওঠেন।
পরে রাতে পর্নো ভিডিও চিত্র তৈরির জন্য
অসামাজিক কাজে লিপ্ত হন তারা। ওই ভিডিও
চিত্র ধারণ করা হচ্ছিল খালেকুজ্জামানের
কাছে থাকা ল্যাপটপে ওয়েবক্যাম দিয়ে।
গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের
একটি দল ওই হোটেলে অভিযান চালায়। এসময়
হাতেনাতে তাদের আটক করা হয় এবং তাদের
কাছে থাকা ল্যাপটপটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় হোটেলের মালিক ও ম্যানেজারসহ আটক
দুই যুগলের বিরুদ্ধে মামলা দায়ের
করা হয়েছে বলে জানান সরদার তমিজ উদ্দিন।
এদিকে, আটকের পর নিজেদের প্রেমিক-
প্রেমিকা দাবি করে বিষয়টি ধামাচাপা দিতে মহানগর
গোয়েন্দা পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করা হয়।
প্রথমে পুলিশ বিষয়টি এড়িয়ে গেলেও
জানাজানি হওয়ার পর তা স্বীকার করতে বাধ্য
হয়।


Posted via BN24Hour

Saturday, June 7, 2014

ছেলে সাংসদ, বাবা জুতো বিক্রেতা!

ছেলে দু' বারের সাংসদ, কিন্তু
বাবা আজও জুতো তৈরি করে সংসার
চালান। অবিশ্বাস্য মনে হলেও
এটি সত্যি ঘটনা।
ভারতের আম্বালা থেকে নির্বাচিত
দু' বারের বিজেপি সাংসদ রতনলাল
কাটারিয়ার বাবা জ্যাতিরাম
কাটারিয়া এখনো পর্যন্ত
জুতো তৈরি করে নিজের সংসার
চালিয়ে যাচ্ছেন।
জ্যোতিরামের বাড়ি হরিয়ানার
লাডবায়। তিনি জুতো বিক্রি করেই চার
সন্তানের পড়াশোনা করিয়েছেন।
তিনি বলেন, 'আমি রতনলালের
বাবা হিসাবে গর্ব বোধ করি।
ছোটবেলা থেকে শিক্ষা আর
রাজনীতিকেই জীবনের আদর্শ মেনে এসেছে।
আমি জুতো বিক্রি করেই আমার চার
সন্তানকে লেখাপড়া শিখিয়েছি।
আমার ছেলে আজ সাংসদ হয়েছে,
তাতে আমি খুবই খুশি। তবে নিজের
শিকরকে আমি ভুলতে পারব না।'
জ্যোতিরাম আরো বলেন, 'রতন ঘরের সব
অনুষ্ঠানে, সুখ-দুঃখে সামিল হয়। ও
মাঝে মাঝেই আমায় বলে, ওর
সঙ্গে গিয়ে থাকতে। কিন্তু
লাডবা ছেড়ে আমার কোথাও
গিয়ে মন টেকে না। আর এই সততাই
আমার সম্বল। আশা করি আমার
ছেলেও সততার সঙ্গে দেশের
সেবা করবে।
আমিআম্বালানিবাসীসকলকেধন্যবাদ
জানাই, কারণ এক জন দলিত
পরিবার থেকে উঠে আশা গরীবের
সন্তানকে বিপুল ভোটে সাংসদ
নির্বাচিত করেছেন।'


Posted via BN24Hour