Headlines



gazitv2

w41j

gazitv

Friday, September 5, 2014

এখন থেকে ফেসবুক পেজ এডমিনদের মতই দেখতে পাবেন কতজন দেখেছে আপনার টাইমলাইনে দেয়া পোষ

ডেস্ক:
আবারও প্রাইভেসি নীতিমালায় পরিবর্তন
এনেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক। এবার এতে ‘প্রাইভেসি চেকআপ’
নামে একটি টুল সংযোজন করা হয়েছে।
ফেসবুকে যোগ হলো ‘প্রাইভেসি চেকআপ’
সি-নেট এ প্রকাশিত খবরের স্ক্রীনশট
বৃহস্পতিবার টুলটি যুক্ত করেছে ফেসবুক
কর্তৃপক্ষ। এর মাধ্যমে কোনো ব্যবহারকারীর
দেয়া কোন পোস্ট কারা এবং কতজন
দেখেছেন সে তথ্য জানা যাবে।
এই সুবিধা ভোগ করতে পারবেন বিশ্বের ১২০
কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারী।
টুলটি পাওয়া যাবে প্রাইভেসি সেটিংস
অপশনে গিয়ে। ইচ্ছেমতো বিষয়টি নিয়ন্ত্রণও
করা যাবে।
এ সম্পর্কে ফেসবুক
কর্মকর্তা পেডি আন্ডারউড বলেন,
‘আমরা জানি ফেসবুকে আপনি আমাদের
সঙ্গে নয়, বরং যোগাযোগ করতে এসেছেন
বন্ধুদের সঙ্গে। এখানে আপনি কি শেয়ার করছেন
ও কার সঙ্গে শেয়ার করছেন সেটি খুবই
গুরুত্বপূর্ণ।’
গত জুলাই মাসে টুলটি সংযোজনের
ঘোষণা দিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। সূত্র:
এএফপি – সি-নেট



posted from Bloggeroid

No comments: