Headlines



gazitv2

w41j

gazitv

Friday, September 5, 2014

২০১৮ সালেই পদ্মা সেতু চালু হবে: ওবায়দুল কাদের সময় :

ঢাকা : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০১৮
সালেই পদ্মা সেতু চালু হবে।আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার
দিকে মুন্সীগঞ্জের মাওয়ার শিমুলিয়া ঘাটের নির্মাণকাজ
পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, চায়নার
সিনো হাইড্রো অথবা দক্ষিণ কোরিয়ার হুন্দাই
কোম্পানী পদ্মা সেতুর নদী শ্বাসন কাজ পেতে যাচ্ছে।
নির্মাণকাজ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে সেতু ও সড়ক
পরিবহনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী জেলার টঙ্গিবাড়ী বাজারে একটি বেইলি সেতু
উদ্বোধন করেন।

posted from Bloggeroid

No comments: