Headlines



gazitv2

w41j

gazitv

Monday, July 14, 2014

জার্মান পতাকা বিক্রির প্রস্তাব ফিরিয়ে দিলেন আমজাদ

মাগুরা: বিশ্বকাপে জার্মান দলের বিজয়ের
পরদিনই মাগুরার ফুটবল পাগল কৃষক আমজাদ
হোসেনের তৈরি সাড়ে তিন কিলোমিটার
লম্বা পতাকাটি কেনার প্রস্তাব
দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিউজিয়াম
নামে একটি প্রতিষ্ঠান। তবে এ প্রস্তাব
ফিরিয়ে দিয়েছেন আমজাদ।
সোমবার সকালে বাংলানিউজের এই
প্রতিনিধি মাগুরার ঘোড়ামারা গ্রামের আমজাদ
হোসেনের বাড়ি যান। এসময় তার
মাধ্যমে সাড়ে তিন কিলোমিটার লম্বা এ
পাতাকাটি কেনার জন্য আমজাদ হোসেনকে প্রস্তাব
দেন ঢাকায় অবস্থিত বাংলাদেশ টেক্সটাইল
মিউজিয়াম নামে প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
প্রতিষ্ঠানটি এজন্য আমজাদকে ৫০ হাজার
টাকা দেওয়ার প্রস্তাব দেন।
এ প্রস্তাব আমজাদকে জানানো হলে জার্মান জাতীয়
ফুটবল দলের অফিসিয়াল ফ্যান ক্লাবের আজীবন
সদস্যপদ পাওয়া মাগুরার এ কৃষক
বাংলানিউজকে বলেন, পাতাকাটি আমার অন্তরের
ভালবাসার নিদর্শন। এটি আমি বিক্রি করতে চাই
না। আমি গরিব হতে পারি কিন্তু আমার
ভালবাসা বিক্রি করতে রাজি নই।
আমজাদ হোসেন জার্মান ফুটবল দলের
প্রতি ভালবাসার নিদর্শন স্বরূপ তিন হাজার ৫৫০
গজ লম্বা এ পতাকা তৈরি করে সারাদেশের
মতো আন্তর্জাতিক অঙ্গণেও সাড়া ফেলেছেন।
বাংলানিউজসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে তার
পতাকার সংবাদ প্রকাশের পর শনিবার (১২ জুলাই)
আমজাদ হোসেনের
তৈরি পতাকা দেখতে মাগুরা আসেন জার্মান
দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ফার্দিনান্দ
ফন ভাইয়ে।
এছাড়া ফিফার অফিসিয়াল ওয়েবসাইটেও স্থান
পায় আমজাদের তৈরি বিশাল এ পতাকার ছবি।
উল্লেখ্য, জার্মান দলের বিশ্বকাপ জয়ের পর
থেকে আমজাদের ঘোড়ামারার বাড়িতে উৎসবের
আমেজ বিরাজ করছে।

posted from Bloggeroid

No comments: