Headlines



gazitv2

w41j

gazitv

Friday, June 13, 2014

ফেসবুক ভেরিফাইড পলক

ঢাকা: জুনাইদ আহমেদ পলক যাকে অনেকেই সোশ্যাল
মিডিয়ার মন্ত্রী হিসেবেই মনে করেন। সামাজিক
যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব উপস্থিতিই তার অন্যতম
কারণ। আর জন্য পলকের পেজের আনুষ্ঠানিক
স্বীকৃতি দিয়েছে ফেসবুক।
গত জাতীয় সংসদে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য এবার
মন্ত্রিসভার কনিষ্ঠ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন
টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর। এই
প্রথম বাংলাদেশের মন্ত্রিসভার কোনো সদস্যের ফেসবুক
পেইজ স্বীকৃত হলো।
ফেইসবুক কর্তৃপক্ষ শুক্রবার দুপুরে পলকের
নামে খোলা www.facebook.com/zapalak
পেইজকে স্বীকৃতি দেয়। স্বীকৃতির নিদর্শন হিসেবে এখন
পাতার প্রোফাইল ছবির সঙ্গে পলকের নামের পাশে ‘নীল
রঙয়ের টিক চিহ্ন’ দেখা যাচ্ছে, যাতে মাউসের কার্সর
রাখলে ‘ভেরিফাইড পেইজ’ লেখা দেখা যাচ্ছে।
জুনাইদ আহমেদ পলকের এই ফেইসবুক
পেইজটিতে বর্তমানে ৫০ হাজারের বেশি লাইক রয়েছে।
শত ব্যস্ততার মাঝেও পলক নিজেই
পেইজটি পরিচালনা করেন। এছাড়া তার ফেইসবুক
অ্যাকাউন্টও রয়েছে।
বর্তমানে পলক সরকারি সফরে জেনেভায় রয়েছেন। সেখান
থেকে তিনি ফেসবুকের মাধ্যমে পেইজ ভেরিফায়েড হওয়ায়
বন্ধু, ভক্ত ও ফেইসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।


Posted via BN24Hour

No comments: