Headlines



gazitv2

w41j

gazitv

Friday, June 13, 2014

ইরাকে কর্মরত ৫ হাজার বাংলাদেশি শ্রমিকের বাচতে চেয়ে আকুতি

ডেস্ক : ইরাকে জঙ্গি হামলা ও কয়েকটি শহর
দখলের ঘটনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।
রাজধানী বাগদাদ শহরের অদূরেই বিসমিয়াহ
নিউ সিটি হাউজিং প্রকল্পে প্রায় পাঁচ হাজার
বাংলাদেশি কর্মরত আছেন।
প্রকল্পটি ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-
মালিকির উদ্যোগ ও ন্যাশনাল ইনভেস্টমেন্ট
কমিশনের অর্থায়নে সাউথ কোরিয়ান
কোম্পানি হানুহা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড
কনস্ট্রাকশনের
মাধ্যমে পরিচালিত
হচ্ছিল।
সেখানে কোরিয়ান,
ফিনল্যান্ড,
ইন্ডিয়ান

বাংলাদেশিরা কাজ
করেন।
ইতিমধ্যে ইরাকের
সহিংসতা ও
আল-
কায়েদা হামলার
আশঙ্কায় কোরিয়ান ও ফিনল্যান্ডের কর্মকর্তা ও
কর্মচারীরা ইরাক ছেড়ে গেছেন। এমন
পরিস্থিতিতে বাংলাদেশিরা মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।
বিসমিয়াহ নিউ সিটি হাউজিং প্রকল্পের
(বিএনসিপি) মানবসম্পদ (প্রশাসন)
কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ এক বার্তার
মাধ্যমে এ কথা জানিয়েছেন।
তিনি ইরাকে কর্মরত শ্রমিকদের রক্ষায় জন্য
গণমাধ্যমের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট
সাহায্য চেয়েছেন।
এদিকে ১৫ জুন আরো বাংলাদেশি শ্রমিক
ইরাকে যাওয়ার কথা রয়েছে। ইউনিক ইষ্টার্ন,
ক্যারিয়ার ওভারসিস, রাজ ওভারসিস, ম্যানেজ
পাওয়ার এই চারটি রিক্রুটিং এজেন্সির
মাধ্যমে এসকল বাংলাদেশি ইরাকে যাওয়ার
কথা রয়েছে। তিনি এসকল বাংলাদেশিদের
ইরাকে যাওয়া বন্ধ করার আবেদন করেন।


Posted via BN24Hour

No comments: