রাজশাহী: রাজশাহী নগরীর একটি আবাসিক
হোটেলে পর্নো ছবি তৈরির সময় যুগলকে আটক
করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত গভীর
রাতে তাদের আটক করা হয়। তবে মঙ্গলবার
দুপুরে পুলিশ বিষয়টি প্রকাশ করে।
আটককৃতরা হলেন, খালেকুজ্জামান রাজশাহী কলেজের
ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের
ছাত্র এবং রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ
টেকনলজির এক ছাত্রী।
নগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার
সরদার তমিজ উদ্দিন আহমেদ
বাংলানিউজকে জানান, সোমবার বিকেলে ওই যুগল
নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে নগরীর
হেতেম খাঁ এলাকার হোটেল রেড কেসেলসে ওঠেন।
পরে রাতে পর্নো ভিডিও চিত্র তৈরির জন্য
অসামাজিক কাজে লিপ্ত হন তারা। ওই ভিডিও
চিত্র ধারণ করা হচ্ছিল খালেকুজ্জামানের
কাছে থাকা ল্যাপটপে ওয়েবক্যাম দিয়ে।
গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের
একটি দল ওই হোটেলে অভিযান চালায়। এসময়
হাতেনাতে তাদের আটক করা হয় এবং তাদের
কাছে থাকা ল্যাপটপটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় হোটেলের মালিক ও ম্যানেজারসহ আটক
দুই যুগলের বিরুদ্ধে মামলা দায়ের
করা হয়েছে বলে জানান সরদার তমিজ উদ্দিন।
এদিকে, আটকের পর নিজেদের প্রেমিক-
প্রেমিকা দাবি করে বিষয়টি ধামাচাপা দিতে মহানগর
গোয়েন্দা পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করা হয়।
প্রথমে পুলিশ বিষয়টি এড়িয়ে গেলেও
জানাজানি হওয়ার পর তা স্বীকার করতে বাধ্য
হয়।
Posted via BN24Hour
No comments:
Post a Comment