Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, June 7, 2014

ছেলে সাংসদ, বাবা জুতো বিক্রেতা!

ছেলে দু' বারের সাংসদ, কিন্তু
বাবা আজও জুতো তৈরি করে সংসার
চালান। অবিশ্বাস্য মনে হলেও
এটি সত্যি ঘটনা।
ভারতের আম্বালা থেকে নির্বাচিত
দু' বারের বিজেপি সাংসদ রতনলাল
কাটারিয়ার বাবা জ্যাতিরাম
কাটারিয়া এখনো পর্যন্ত
জুতো তৈরি করে নিজের সংসার
চালিয়ে যাচ্ছেন।
জ্যোতিরামের বাড়ি হরিয়ানার
লাডবায়। তিনি জুতো বিক্রি করেই চার
সন্তানের পড়াশোনা করিয়েছেন।
তিনি বলেন, 'আমি রতনলালের
বাবা হিসাবে গর্ব বোধ করি।
ছোটবেলা থেকে শিক্ষা আর
রাজনীতিকেই জীবনের আদর্শ মেনে এসেছে।
আমি জুতো বিক্রি করেই আমার চার
সন্তানকে লেখাপড়া শিখিয়েছি।
আমার ছেলে আজ সাংসদ হয়েছে,
তাতে আমি খুবই খুশি। তবে নিজের
শিকরকে আমি ভুলতে পারব না।'
জ্যোতিরাম আরো বলেন, 'রতন ঘরের সব
অনুষ্ঠানে, সুখ-দুঃখে সামিল হয়। ও
মাঝে মাঝেই আমায় বলে, ওর
সঙ্গে গিয়ে থাকতে। কিন্তু
লাডবা ছেড়ে আমার কোথাও
গিয়ে মন টেকে না। আর এই সততাই
আমার সম্বল। আশা করি আমার
ছেলেও সততার সঙ্গে দেশের
সেবা করবে।
আমিআম্বালানিবাসীসকলকেধন্যবাদ
জানাই, কারণ এক জন দলিত
পরিবার থেকে উঠে আশা গরীবের
সন্তানকে বিপুল ভোটে সাংসদ
নির্বাচিত করেছেন।'


Posted via BN24Hour

No comments: