বিনোদন ডেস্ক : শহীদ কাপুরের ছোট ভাই
ইশান খাত্তার নায়ক হওয়ার জন্য
বিশেষ প্রশিক্ষণ নিচ্ছে। শহীদ কাপুর
তাকে বলিউডের প্রভাবশালী নায়ক
হিসেবেই দেখতে চান। আর সে অনুযায়ীই
তাকে যাবতীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এরইমধ্যে সে আলোচনায় চলে এসেছে,
যা একজন নিউ কামারের জন্য গুরুত্বপূর্ণ।
ইশান
এরইমধ্যে শিশুশিল্পী হিসেবে কয়েকটি ছবিতে অভিনয়
করেছে। ডান্স গ্রুপে প্রশিক্ষণের
পাশাপাশি সে নাকি শাশার
প্রশিক্ষকদের কাছ থেকেও প্রশিক্ষণ নিচ্ছে।
ইশানের চেহারা শহীদের মতোই চকলেট
টাইপের। শহীদের আশা, ইশান বলিউডে ঝড়
তুলবে।
Posted via BN24Hour
No comments:
Post a Comment