Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, June 7, 2014

পর্নো স্টার হবার দীর্ঘদিনের ইচ্ছা; শাহরুখ খান

এবার পর্নো স্টার হবার দীর্ঘদিনের ইচ্ছের
কথা জানালেন বলিউডের তারকা শাহরুখ খান৷
হঠাৎ কেনই বা এই অভিপ্রায় ? এ প্রশ্নের
উত্তরে শাহরুখ জানান, তিনি হলিউড
তারকা সিলভেস্টার স্টালোনের ভীষণ ভক্ত
যিনি এক সময় পর্নো স্টার ছিলেন৷ বলিউডের
বাদশা বলে খ্যাত শাহরুখ খানের এও এক
রসিকতা বইকি৷ খ্যাতনামা অর্থনীতিবিদ ও
ম্যানেজমেন্ট গুরু হিসেবে পরিচিত অরিন্দম
চৌধুরীর নতুন বই ‘ডিস্কাভার দি ডাইমন্ড ইন
ইউ' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তার এই
ইচ্ছের কথা জানান৷ প্রফেসর অরিন্দম
চৌধুরী ম্যানেজমেন্ট গুরু ২০০০, এই দশকের
ব্যক্তিত্ব, তারুণ্যের উদাহরণ
প্রভৃতি পুরস্কারে ভূষিত হয়েছেন৷
এই রসিকতার শুরু যখন অরিন্দম চৌধুরী তার নতুন
বইয়ের কিছু লাইন পড়ে শোনান৷ উদাহরণ
হিসেবে তিনি স্টালোনের দৃঢ়সংকল্প ও তার
পর্নো স্টার থেকে সুপার স্টার হবার দীর্ঘ
যাত্রার কথা এবং জাপানের বিখ্যাত শিল্প
প্রতিষ্ঠান সনির প্রতিষ্ঠাতা আকিও মোরিটার
কথা উল্লেখ করে বলেন সনির
যাত্রা তিনি আরম্ভ করেছিলেন একটা স্বপ্ন
নিয়ে যে একদিন তার দেশের
পতাকা যুক্তরাষ্ট্রের মাটিতে উড়বে উল্লেখ
করেন৷
শাহরুখ তার দর্শকদের উদ্দেশে বলেন, সবসময়
তিনি একজন পর্নো স্টার হতে চেয়েছেন৷ আর
তা হবার জন্য সে ধরণের সব চরিত্রে অভিনয়
করতে তিনি আগ্রহী৷
শাহরুখের এই কথায় দর্শকদের
মধ্যে সাড়া পড়ে যায়৷ তবে শাহরুখের এই
গম্ভীর মুখে ঠাট্টা করা স্বভাবের সাথে তার
ভক্তরা কম বেশি পরিচিত৷
তিনি রসিকতা করে বলেন, বিশ্বের সবচেয়ে বড়
পর্নো স্টার হয়ে তিনি নিজের
পতাকা যুক্তরাষ্ট্র পর্যন্ত
বয়ে নিয়ে যেতে চান৷
শাহরুখ খান শেষে রসিকতা করে বলেন, আমার
মত ছাত্ররা সব ভালো উদাহরণ
থেকে খারাপটাই বার করে আনারই চেষ্টা করে৷


Posted via BN24Hour

No comments: