ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ১২ দিনের সফর
শেষে শুক্রবার লন্ডন ফিরেছেন।
সফরকালে তিনি কুয়ালালামপুরের জালান কিয়া পেঙ এ
বিখ্যাত প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্বাস্থ্য
পরীক্ষা করান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১২ জুন পুত্রা ওয়ার্ল্ড ট্রেড
সেন্টারের তুন রাজ্জাক হলে বিএনপি আয়োজিত
আলোচনা সভায় বক্তব্য দেন। সেখানে র্যাব বিলুপ্তির
পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিও উদ্বোধন করেন তারেক
রহমান।
গতকাল শুক্রবার সকাল ১০টায় তারেক রহমান তার স্ত্রী ডা.
জোবায়দা রহমান ও
মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে কাতার এয়ারওয়েজের
একটি বিমানে কুয়ালালামপুর ত্যাগ করেন।
এয়ারপোর্টে তাকে বিদায় জানান তার ব্যক্তিগত মুখ্য
কর্মকর্তা মিয়া নূর উদ্দীন অপু এবং স্থানীয় বিএনপির
নেতাকর্মী।
প্রসঙ্গত, গত ২ জুন মালয়েশিয়ায় আসেন তারেক রহমান।
ওইদিন কুয়ালালামপুর বিমান বন্দরে পৌঁছালে তাকে স্বাগত
জানান মালয়েশিয়া সরকারের কমিউনিকেশন ও
মাল্টিমিডিয়া মন্ত্রণালয়ের মহাসচিব দাতো আবদুর রহীম
রাজী।
তারেক রহমান ২০০৮ এর ১২ সেপ্টেম্বর চিকিৎসার জন্য
সপরিবারে লন্ডন যাওয়ার প্রায় পাঁচ বছর পর প্রথম
তিনি লন্ডনের বাইরে যান গত বছরের ১ এপ্রিল পবিত্র
ওমরাহ পালনের জন্য সৌদিআরব। এরপর গেলেন
কুয়ালালামপুর।
Posted via BN24Hour
No comments:
Post a Comment