Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, June 14, 2014

৫ মিনিটে পাবলো আরমেরোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে কলম্বিয়া

ঢাকা: গ্রিসের বিপক্ষে খেলার ৫
মিনিটে পাবলো আরমেরোর গোলে ১-০
ব্যবধানে এগিয়ে যায় কলম্বিয়া। বেলো হরিজন্তেতের
এস্টাডিও মিনেইরো স্টেডিয়ামে গ্রুপ ‘সি’য়ের
ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছে গ্রিস।
শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু
হওয়া ম্যাচটিতে কলম্বিয়া তাদের সবচেয়ে বড়
তারকা রাদামেল ফ্যালকাওকে ছাড়াই মাঠে নেমেছে। কারণ
ইনজুরির কারণে বিশ্বকাপের ২৩ সদস্যের স্কোয়াডেই
থাকতে পারেননি মোনাকোর নামি স্ট্রাইকার। যদিও
ফ্যালকাওকে ছাড়াও যথেষ্ঠ ক্ষুরধার আক্রমণ ভাগ
আছে দলটির কোচ হোসে পেকারম্যানের হাতে।
তবে ম্যাচের আগে কলম্বিয়ার প্রধান দুশ্চিন্তা গ্রিসের
জমাট রক্ষণ ও অতিরিক্ত রক্ষণশীলতা। যদিও এবারের
বিশ্বকাপের প্রস্তুতি পর্ব ও বাছাই পর্বে ত্বরিত ও
প্রতি আক্রমণে বেশ ধার দেখিয়েছে কলম্বিয়ানরা।
এক্ষেত্রে ম্যাচের
আগে কলম্বিয়াকে প্রত্যক্ষভাবে হুমকি দিয়েছে গ্রিস
অধিনায়ক। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,
ম্যাচে কলম্বিয়ানদের গোল পাওয়ার জন্য ব্যাপক
পরীক্ষা দিতে হবে। কারণ ডিফেন্স শক্ত করেই
মাঠে নামবে তারা। যেভাবে তারা ২০০৪ ইউরোতে সাফল্য
পেয়েছে।


Posted via BN24Hour

No comments: