Headlines



gazitv2

w41j

gazitv

Monday, October 13, 2014

গুলশানের আবাসিক হোটেলে হাত-পা বাধা লাশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান-২ এলাকার
একটি আবাসিক হোটেল থেকে নজরুল ইসলাম (৪০)
নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার
করেছে পুলিশ।
সোমবার রাত সোয়া নয়টার দিকে গুলশান
থানা পুলিশ গুলশানে অবস্থিত ‘হোটেল আমরি’র সাত
তলার একটি কক্ষ থেকে নজরুলের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি)
রফিকুল ইসলাম জানান, রাত ৮টার দিকে খবর
পেয়ে আমরি নামক আবাসিক হোটেল
থেকে মানি একচেঞ্জ ব্যবসায়ী নজরুলের লাশ
উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশ
ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তদন্ত রিপোর্ট বের হলে প্রকৃত রহস্য বের
হবে বলে জানান তিনি।
পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন
করেছেন। সে সময় হোটেল
ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়
বলে জানান রফিকুল ইসলাম। -

No comments: