তারকা খচিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য
দিয়ে পর্দা উঠেছে বহুল আলোচিত ইন্ডিয়ান সুপার লীগ
(আইএসএল) ফুটবলের প্রথম আসরের। রোববার কলকাতার
যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে আসরটি। বিশ্বকাপের
পর আবারও ফুটবল জ্বরে কাঁপতে শুরু করেছে কলকাতা শহর।
আইএসএলের আসরটি চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত।
রোববার বিকেলে স্থানীয় সময় সাড়ে ৪টায়
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত
ধরে যাত্রা শুরু করেছে ভারতীয় ফুটবলের গ্ল্যামারস লীগ
আইএসএল। উদ্বোধনের সময় মমতা ব্যানার্জির
সঙ্গে ছিলেন আইএসএল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান
নীতা আম্বানি এবং অল-ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের
(এআইএফএফ) প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেল। সন্ধ্যায়
বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াসহ কয়েক শত
নাচিয়ের তালে তালে মেতে ওঠে যুবভারতীয় গ্যালারি।
প্রিয়াংকা চোপড়া অভিনীত একটি হিট ছবির গান
‘তুনে মারি এন্ট্রিয়া’ দিয়ে শুরু
হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের বিনোদন পর্বটি। পরে ‘আজ
কি রাত হোনা হ্যায় কেয়া’সহ বাজানো হয়েছে বেশ
কয়েকটি গান। সঙ্গে আতশবাজি ফুটিয়ে পর্দায়
ভেসে উঠেছে আইএসএল। এরপর
প্রিয়াংকা চোপড়া মঞ্চে ডেকে নিয়েছেন শচীন
টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, অমিতাভ বচ্চন, লুই
গার্সিয়া, পরিণীতি চোপড়া, রণবীর কাপুর, নার্গিস
ফাকরি, অভিষেক বচ্চন, হৃত্বিক রোশনসহ অন্য
তারকাদের। ‘আশিকি-২’ মাতানো গায়ক অরিজিৎ
সিং গেয়েছেন সৌরভ গাঙ্গুলীর দল
অ্যাটলেটিকো ডি কলকাতার থিম সং ‘ফাটাফাটি ফুটবল’।
আগামী ২ মাসেরও বেশি সময় ধরে চলবে আইএসএলের
আসর। অ্যাটলেটিকো ডি কলকাতা, চেন্নাইয়ান্স এফসি,
দিল্লি ডায়নামোস এফসি, এফসি গোয়া, এফসি পুনে সিটি,
কেরালা ব্লাস্টার্স, মুম্বাই সিটি এফসি, নর্থইস্ট
ইউনাইটেড এফসি-এই ৮টি দল মোট ৬১টি ম্যাচ খেলবে।
অংশ নেয়া ৮টি দলের মধ্যে প্রথমে হোম অ্যান্ড
অ্যাওয়েভিত্তিক ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর পয়েন্ট
টেবিলের প্রথম ৪ দল সেমিফাইনালে খেলবে।
সেমিফাইনালে এক বনাম চার এবং দুই বনাম তিন
খেলবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক নকআউট ম্যাচ।
এখানে যে ২টি দল জিতবে, তারাই খেলবে ২০ ডিসেম্বর
ফাইনালে। মোট ১১২ জন ভারতীয় এবং ৫৬ জন
বিদেশী ফুটবলার আইএসএলে খেলছেন। বাংলাদেশ জাতীয়
দলের অধিনায়ক মামুনুল ইসলাম খেলছেন
অ্যাটলেটিকো ডি কলকাতার হয়ে। নিয়মানুযায়ী প্রথম
একাদশে সর্বাধিক ৬ জন বিদেশী এবং ৫ জন
স্বদেশী খেলোয়াড় খেলতে পারবেন। ওয়েবসাইট।
দিয়ে পর্দা উঠেছে বহুল আলোচিত ইন্ডিয়ান সুপার লীগ
(আইএসএল) ফুটবলের প্রথম আসরের। রোববার কলকাতার
যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে আসরটি। বিশ্বকাপের
পর আবারও ফুটবল জ্বরে কাঁপতে শুরু করেছে কলকাতা শহর।
আইএসএলের আসরটি চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত।
রোববার বিকেলে স্থানীয় সময় সাড়ে ৪টায়
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত
ধরে যাত্রা শুরু করেছে ভারতীয় ফুটবলের গ্ল্যামারস লীগ
আইএসএল। উদ্বোধনের সময় মমতা ব্যানার্জির
সঙ্গে ছিলেন আইএসএল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান
নীতা আম্বানি এবং অল-ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের
(এআইএফএফ) প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেল। সন্ধ্যায়
বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াসহ কয়েক শত
নাচিয়ের তালে তালে মেতে ওঠে যুবভারতীয় গ্যালারি।
প্রিয়াংকা চোপড়া অভিনীত একটি হিট ছবির গান
‘তুনে মারি এন্ট্রিয়া’ দিয়ে শুরু
হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের বিনোদন পর্বটি। পরে ‘আজ
কি রাত হোনা হ্যায় কেয়া’সহ বাজানো হয়েছে বেশ
কয়েকটি গান। সঙ্গে আতশবাজি ফুটিয়ে পর্দায়
ভেসে উঠেছে আইএসএল। এরপর
প্রিয়াংকা চোপড়া মঞ্চে ডেকে নিয়েছেন শচীন
টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, অমিতাভ বচ্চন, লুই
গার্সিয়া, পরিণীতি চোপড়া, রণবীর কাপুর, নার্গিস
ফাকরি, অভিষেক বচ্চন, হৃত্বিক রোশনসহ অন্য
তারকাদের। ‘আশিকি-২’ মাতানো গায়ক অরিজিৎ
সিং গেয়েছেন সৌরভ গাঙ্গুলীর দল
অ্যাটলেটিকো ডি কলকাতার থিম সং ‘ফাটাফাটি ফুটবল’।
আগামী ২ মাসেরও বেশি সময় ধরে চলবে আইএসএলের
আসর। অ্যাটলেটিকো ডি কলকাতা, চেন্নাইয়ান্স এফসি,
দিল্লি ডায়নামোস এফসি, এফসি গোয়া, এফসি পুনে সিটি,
কেরালা ব্লাস্টার্স, মুম্বাই সিটি এফসি, নর্থইস্ট
ইউনাইটেড এফসি-এই ৮টি দল মোট ৬১টি ম্যাচ খেলবে।
অংশ নেয়া ৮টি দলের মধ্যে প্রথমে হোম অ্যান্ড
অ্যাওয়েভিত্তিক ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর পয়েন্ট
টেবিলের প্রথম ৪ দল সেমিফাইনালে খেলবে।
সেমিফাইনালে এক বনাম চার এবং দুই বনাম তিন
খেলবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক নকআউট ম্যাচ।
এখানে যে ২টি দল জিতবে, তারাই খেলবে ২০ ডিসেম্বর
ফাইনালে। মোট ১১২ জন ভারতীয় এবং ৫৬ জন
বিদেশী ফুটবলার আইএসএলে খেলছেন। বাংলাদেশ জাতীয়
দলের অধিনায়ক মামুনুল ইসলাম খেলছেন
অ্যাটলেটিকো ডি কলকাতার হয়ে। নিয়মানুযায়ী প্রথম
একাদশে সর্বাধিক ৬ জন বিদেশী এবং ৫ জন
স্বদেশী খেলোয়াড় খেলতে পারবেন। ওয়েবসাইট।
No comments:
Post a Comment