Headlines



gazitv2

w41j

gazitv

Monday, May 26, 2014

মোদির মন্ত্রিসভায় একমাত্র মুসলিম সদস্য নাজমা

শপথ নিলেন দেশের পঞ্চদশ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার
রাষ্ট্রপতিভবনের ফোরকোর্টে তাঁর সঙ্গেই শপথ
নিলেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রিসভায়
একজন মুসলিম সম্প্রদায়ের সদস্য রয়েছেন।
মোদি মন্ত্রিসভায় একমাত্র সংখ্যালঘু মুখ
বর্ষীয়ান রাজনীতিক তথা রাজ্যসভার প্রাক্তন
ডেপুটি চেয়ারম্যান নাজমা হেফাতুল্লাহ। যদিও
তিনি কোন মন্ত্রাণালয়ের দায়িত্ব পাচ্ছেন
তা এখনও জানা যায়নি।
স্বাধীনতা সংগ্রামী মৌলানা আব্দুল কালাম
আজাদের পরিবারের সদস্য এই
নাজমা হেফতুল্লাহ। একসময়ে কংগ্রেসের সক্রিয়
সদস্য ছিলেন নাজমা। রাজ্যসভার সদস্যপদেও
ছিলেন তিনি। ২০০৪ সালে কংগ্রেস হাইকম্যান্ডের
সঙ্গে সম্পর্কের শীতলতা বেড়ে যাওয়ায় দল
ছাড়েন তিনি। সেইসময়ে অটলবিহারী বাজপেয়ির
এনডিএ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক
গড়ে ওঠে তাঁর। পরে যোগ দেন ভারতীয়
জনতা পার্টিতে। ১৯৮৫ সালে রাজ্যসভার
ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন
হেফাতুল্লাহ। এরপর ১৯৮৮ সাল থেকে ২০০৪
সাল পর্যন্ত ফের এই পদে বহাল হন তিনি।
১৯৮৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত পাঁচবার
রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি।
সত্তরোর্ধ্ব এই রাজনীতিক বিজেপিতে যোগ
দিয়েই হয়ে ওঠে চোখের মনি। ইউপিএ আমলের
উপরাষ্ট্রপতি হামিদ আনসারির
বিরুদ্ধে নির্বাচনেও দাঁড়ান কিন্তু পরাজিত হন।
নীতিন গড়কড়ি বিজেপি সভাপতি থাকাকালীন ১৩
জন উপ সভাপতির মধ্যে একজন ছিলেন
হেফাতুল্লাহ।


Posted via Blogaway

No comments: