ফোরকোর্টে তাঁকে শপথবাক্য
পাঠ করান রাষ্ট্রপতি প্রণব মুর্খাজী। মোদির শপথগ্রহণ
শেষে মন্ত্রিসভায় ৪৪ সদস্যের একে একে শপথ বাক্য পাঠ
করান রাষ্ট্রপতি।
রাজনাথ সিং কে স্বরাষ্ট্র, সুষমা স্বরাজকে পররাষ্ট্র
মন্ত্রণালয় দেয়া হয়েছে। অরুন জেটলিকে অর্থমন্ত্রণালয় ও
উমাভারতীকে দেয়া হয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব।
এ শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজধানীজুড়ে ছিলো সাজ সাজ
রব। নরেন্দ্র মোদি অবশ্য জীবনের স্মরণীয় দিনটা শুরু
করেন মহাত্মা গাঁন্ধিকে শ্রদ্ধা জানিয়ে। শপথগ্রহন অনুষ্ঠান
উপলক্ষ্যে রাজধানীতে কড়া নিরাপত্তা বলয় গুড়ে তোলা হয়।
মোতায়েন রয়েছে বিশেষ বাহিনীর অতিরিক্ত সদস্য।
শপথ উপলক্ষে বিকেলের পর রাষ্ট্রপতি ভবনে আসতে শুরু
করেন অতিথিরা। মোদির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, শ্রীলঙ্কার
রাষ্ট্রপতি মাহিন্দ রাজাপক্ষে, আফগানিস্তানের প্রেসিডেন্ট
হামিদ কারজাই, ভুটানের প্রধানমন্ত্রী লিয়নচেন
শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরলা,
মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন আব্দুল গায়ুম,
বাংলাদেশের স্পিকার শিরিন শর্মিন চৌধুরী।
এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য
বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আরো ছিলেন বিজেপির
প্রবীন নেতা লালকৃষ্ণ আদভানি, কংগ্রেস
সভানেত্রী সোনিয়া গাঁন্ধি ও সহ-সভাপতি রাহুল গাঁন্ধি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রাক্তন
রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম, প্রতিভা পাটিল, প্রাক্তন
প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, লোকসভার বিদায়ী অধ্যক্ষ
মীরা কুমার সহ অন্যান্য বিশিষ্টরা। তবে বিজেপির
সঙ্গে আদর্শগত মতপার্থক্যের কারণে যোগ
দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ শপথ অনুষ্ঠানে ছিলেন বলিউড
তারকা ধর্মেন্দ্র ,জিতেন্দ্র, শত্রুঘ্ন সিনহা, বিবেক
ওবেরয়, সংগীত শিল্পী বাপি লাহিড়ী, চিত্রনায়িকা ও
বিজেপি নেতা হেমা মালিনী।
Posted via Blogaway
No comments:
Post a Comment