নিজস্ব প্রতিবেদক: বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল
ইসলাম আলমগীর সরকার
প্রধানকে উদ্দেশ্য করে বলেছেন,
মামলা মোকদ্দমা ও
গুলি করে দমিয়ে রাখা যাবে না।
ক্ষমতায় টিকে থাকার
আশা দুরাশা মাত্র। জনগণের সমর্থন
থাকলে ৫ বছর নয়, একশ বছর ক্ষমতায়
থাকুন। বিএনপির তাতে কোন
আপত্তি নেই। কিন্তু জনসমর্থন
আছে কিনা তার জন্য সকলের
অংশগ্রহণে নির্বাচন দিয়ে দেখান
যে আপনাদের প্রতি জনগণের সমর্থন
আছে।
মঙ্গলবার দুপুরে জাতীয়
প্রেসক্লাবে ঢাকা মহনগর
বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায়
প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব
কথা বলেন। খালেদা জিয়ার
বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের
এবং আদালত পরিবর্তনের
প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।
Posted via Blogaway
No comments:
Post a Comment