Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, May 20, 2014

সর্বশেষ / ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হবে না: গওহর রিজভী

মেহেরপুর প্রতিনিধি : ভারতের
নির্বাচনী ফলাফল বাংলাদেশের
রাজনীতিতে কোনো প্রভাব
ফেলবে না বলে মনে করেন
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক
উপদেষ্টা গওহর রিজভী।
মঙ্গলবার মেহেরপুরে তিনি বলেন,
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক
দীর্ঘদিনের। এ সম্পর্ক নষ্ট হবার
নয়।
দুপুরে মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শন
শেষে তিনি সাংবাদিকদের
সঙ্গে কথা বলেন।
গওহর
রিজভী আরো বলেন,
মেহেরপুরে স্থলবন্দর স্থাপনের
ব্যাপারে ভারত ও বাংলাদেশের
বাণিজ্য মন্ত্রাণালয়ে মন্ত্রী,
কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে যত
দ্রুত সম্ভব বাস্তবায়নের
চেষ্টা করা হবে।
এ সময় মেহেরপুর জেলা প্রশাসক
মাহমুদ হোসেন, গণপূর্ত বিভাগের উপ-
পরিচালক আহসান উল্লাহসহ
সরকারি কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।
কয়েকদিন আগে হওয়া ভারতের
লোকসভা নির্বাচনে ভারতীয়
জনতা পার্টি (বিজেপি) একক
সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছে, যার
ফলে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন
নরেন্দ্র মোদি।
নির্বাচনী প্রচারণায়
মোদি ক্ষমতায় এলে বাংলাদেশিদের
ফেরত পাঠানো নিয়ে কথা বলেন।


Posted via Blogaway

No comments: