চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ
উপজেলার বলাখাল বাজার এলাকায়
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের
(ঢাকা মেট্রো-উ ১৪-১৬৩৬) কাভার্ড
ভ্যানে আগুন দিয়েছে অবোরধকারীরা।
বুধবার রাত সাড়ে ৮ টায়
ঢাকাগামী কাভার্ড ভ্যানটির
অধিকাংশ মালামাল পুড়ে গেছে।
পুলিশ এই ঘটনায় এক
শিবিরকর্মীকে আটক করেছে।
আটককৃত শিবিরকর্মী বলাখালের মুনছুর
আহম্মেদ (২৬)।
কাভার্ডভ্যান চালক শওকত জানান,
সড়কের ওপর গাছের
গুড়ি ফেলে বাধা সৃষ্টি করে। গাড়ীটির
গতি কমিয়ে আনলে মুখোশধারী কয়েক
যুবক ভাংচুর শুরু করে।
পরে সিটে পেট্রোল দিয়ে আগুন
লাগিয়ে দেয়। দমকল
বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চাঁদপুর শহরের অফিস থেকে মালামাল
নিয়ে হাজীগঞ্জ হয়ে ঢাকায় আসার
পথে এই ঘটনা ঘটে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের
কর্মকর্তা শামছুল আলম বলেন, এই
ঘটনায় প্রায় ৮ লক্ষধিক টাকার
ক্ষতি সাধিত হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত
কর্মকতা মো. শাহ আলম বলেন,
নাশকতা ঠেকাতে উপজেলায়
বিজিপি মোতায়েন করা হয়েছে। এই
ঘটনায় মামলা দায়ের করা হবে।
এছাড়া পিকেটিংয়ের উপজেলার
বিভিন্ন স্থান থেকে ৬ জনকে আটক
করা হয়েছে।
উপজেলার বলাখাল বাজার এলাকায়
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের
(ঢাকা মেট্রো-উ ১৪-১৬৩৬) কাভার্ড
ভ্যানে আগুন দিয়েছে অবোরধকারীরা।
বুধবার রাত সাড়ে ৮ টায়
ঢাকাগামী কাভার্ড ভ্যানটির
অধিকাংশ মালামাল পুড়ে গেছে।
পুলিশ এই ঘটনায় এক
শিবিরকর্মীকে আটক করেছে।
আটককৃত শিবিরকর্মী বলাখালের মুনছুর
আহম্মেদ (২৬)।
কাভার্ডভ্যান চালক শওকত জানান,
সড়কের ওপর গাছের
গুড়ি ফেলে বাধা সৃষ্টি করে। গাড়ীটির
গতি কমিয়ে আনলে মুখোশধারী কয়েক
যুবক ভাংচুর শুরু করে।
পরে সিটে পেট্রোল দিয়ে আগুন
লাগিয়ে দেয়। দমকল
বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চাঁদপুর শহরের অফিস থেকে মালামাল
নিয়ে হাজীগঞ্জ হয়ে ঢাকায় আসার
পথে এই ঘটনা ঘটে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের
কর্মকর্তা শামছুল আলম বলেন, এই
ঘটনায় প্রায় ৮ লক্ষধিক টাকার
ক্ষতি সাধিত হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত
কর্মকতা মো. শাহ আলম বলেন,
নাশকতা ঠেকাতে উপজেলায়
বিজিপি মোতায়েন করা হয়েছে। এই
ঘটনায় মামলা দায়ের করা হবে।
এছাড়া পিকেটিংয়ের উপজেলার
বিভিন্ন স্থান থেকে ৬ জনকে আটক
করা হয়েছে।
No comments:
Post a Comment