Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, January 11, 2015

সংলাপের ডাক দিলে অবরোধ প্রত্যাহার করবে বিএনপি

ফাইল ফটো
ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া জানিয়েছেন
ক্ষমতাসীনদের পক্ষ থেকে সংলাপের
আহ্বান জানানো ছাড়া অবরোধ কর্মসূচির
অবসান ঘটবে না । সরকার সংলাপের ডাক
দিলে বিএনপি অবরোধ প্রত্যাহার
করে নেবে।
দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার
রফিকুল ইসলাম মিয়া তার
সঙ্গে দেখা করে চেয়ারপারসনের গুলশান
কার্যালয়ের সামনে উপস্থিত
সাংবাদিকদের এ কথা জানান।
রফিকুল বলেন, উনি (খালেদা জিয়া)
আমাদের বলেছেন, সব দলের অংশগ্রহণমূলক
নির্বাচনের দাবির বিষয়ে সংলাপের
উদ্যোগ সরকার না নেওয়া পর্যন্ত চলমান
আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে।
শান্তিপূর্ণভাবে এই
কর্মসূচি আপনারা চালিয়ে যাবেন।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের
জন্য সংলাপ অনুষ্ঠানের
দাবি আওয়ামী লীগ নেতারা প্রত্যাখ্যান
করে এলেও বিএনপি আশা করছে, সরকার
অবস্থান বদলাবে।
আমরা আশা করি, সরকারের শুভ বুদ্ধির উদয়
হবে। সঙ্কট সমাধানে খালেদা জিয়ার
দেওয়া প্রস্তাবের
প্রতি সাড়া দিয়ে আলোচনার উদ্যোগ
নেবেন, বলেন রফিকুল।

No comments: