বিনোদন ডেস্ক : জনপ্রিয় সঙ্গিত শিল্পী পড়শীর
ওযেবসাইট হ্যাক করেছেন তানজিম নামের এক
যুবক, যিনি কথার মাধ্যমে বোঝানর
চেষ্টা করেছেন- তিনি পড়শীর প্রেমিক।
পড়শীর ওয়েবসাইটে গিয়ে দেখা যায়,
সেখানে প্রথমেই লেখা, ‘হেই বেবি..আই এম
ব্যাক।’
তারপরই হ্যাকার লিখেছেন,
‘তুমি কি এখনো আমাকে ভুল বুঝে থাকবা? একটাবার
সরি বলতেও দিবা না?’
এরপরই নির্দেশের সুরে সেই প্রেমিক বলেছেন,
‘আনব্লক করো, নয়তো ইমেইল দিছি… রিপ্লে করো।
কথা আছে। ইতি, তোমার পাগল।’
এর নিচেই প্রেমিক আকুল আবেদন জানিয়েছেন, ‘লাভ
মি অর কিল মি।’
এমন কথাবার্তায় এখন স্বভাবতই প্রশ্ন উঠছে সবার
মনে, এই তানজিম কে? কি সম্পর্ক তানজিমের
সাথে পড়শীর?
সেই সাথে সবার মনেই জানার আগ্রহ জন্মেছে,
তানজিম কি আসলেই রূপসী গায়িকা পড়শীর
প্রেমিক?
ওযেবসাইট হ্যাক করেছেন তানজিম নামের এক
যুবক, যিনি কথার মাধ্যমে বোঝানর
চেষ্টা করেছেন- তিনি পড়শীর প্রেমিক।
পড়শীর ওয়েবসাইটে গিয়ে দেখা যায়,
সেখানে প্রথমেই লেখা, ‘হেই বেবি..আই এম
ব্যাক।’
তারপরই হ্যাকার লিখেছেন,
‘তুমি কি এখনো আমাকে ভুল বুঝে থাকবা? একটাবার
সরি বলতেও দিবা না?’
এরপরই নির্দেশের সুরে সেই প্রেমিক বলেছেন,
‘আনব্লক করো, নয়তো ইমেইল দিছি… রিপ্লে করো।
কথা আছে। ইতি, তোমার পাগল।’
এর নিচেই প্রেমিক আকুল আবেদন জানিয়েছেন, ‘লাভ
মি অর কিল মি।’
এমন কথাবার্তায় এখন স্বভাবতই প্রশ্ন উঠছে সবার
মনে, এই তানজিম কে? কি সম্পর্ক তানজিমের
সাথে পড়শীর?
সেই সাথে সবার মনেই জানার আগ্রহ জন্মেছে,
তানজিম কি আসলেই রূপসী গায়িকা পড়শীর
প্রেমিক?
posted from Bloggeroid
No comments:
Post a Comment