Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, January 11, 2015

‘গণতন্ত্র ও ভোটাধিকার’ রক্ষার জন্য দেশের জনগণকে পাশে চাইলেন খালেদা জিয়া

গুলশানে নিজ রাজনৈতিক
কার্যালয়ে ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়া জানিয়েছেন,
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের
জন্য সরকারের পক্ষ থেকে সংলাপ
নিয়ে ইতিবাচক কোনো পদক্ষেপ গ্রহণের
আগ পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে ।
এসময় ‘গণতন্ত্র ও ভোটাধিকার’ রক্ষার জন্য
বিএনপি-প্রধান খালেদা জিয়া দেশের
জনগণকে তার পাশে চেয়েছেন বলেও
জানা গেছে ।
রোববার রাতে দলের
নীতি নির্ধারণী ফোরামের
স্থায়ী কমিটির তিন সদস্য ব্যারিস্টার
জমির উদ্দিন সরকার, লে. জে. (অব.)
মাহবুবুর রহমান ও রফিকুল ইসলাম
মিয়া বিএনপি-প্রধানকে দেখতে গুলশান
কার্যালয়ে গেলে আলোচনাকালে বেগম
খালেদা জিয়া এই সিদ্ধান্তের
কথা জানান ।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ
শেষে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল
ইসলাম মিয়া সাংবাদিকদের বলেন , ‘
খালেদা জিয়া বলেছেন, ‘নির্দলীয়
সরকারের অধীনে নির্বাচনের জন্য সংলাপ
ছাড়া অবারোধ প্রত্যাহার হবে না। এই
কর্মসূচি লাগাতারভাবে চলবে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন,
‘বিএনপি চেয়ারপারসনকে গৃহবন্দি নয়,
বন্দি করে রাখা হয়েছে। যে পুলিশ
তাকে নিরাপত্তা দিচ্ছে, সেই পুলিশই
বিএনপি চেয়ারপারসনকে লক্ষ্য
করে পিপার স্প্রে নিক্ষেপ করেছে।’
প্রসঙ্গত, গুলশান ৮৬ নং সড়কের ৬ নম্বরের
বাড়িটি গত শনিবার থেকে পুলিশ ও
আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে।
রাস্তার ওপর
আড়াআড়িভাবে রেখে দেওয়া হয়েছে পুলিশ
বড় লরি ও জলকামানের গাড়ি। এক কথায়
কোনোভাবে এই বাড়ি থেকে বের হওয়ার
কোনো পথ নেই। গতকালের
চেয়ে আজকে নিরাপত্তা আরো বাড়ানো হয়
গুলশানের অনেক রোডে মোটরসাইকেল,
গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। রোববার
আবারও সাতটি ট্রাক দিয়ে কার্যালয়ের দুই
পাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন ৫
জানুয়ারি বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’
হিসেবে পালনের ঠিক দুদিন আগে শনিবার
রাতে নিজের রাজনৈতিক
কার্যালয়ে পুলিশ বেষ্টনীতে ‘অবরুদ্ধ’
হয়ে পড়েন খালেদা জিয়া। সেই থেকে এখন
পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তিনি।
গত সোমবার বিকেলে ‘গণতন্ত্র
হত্যা দিবসে’ জনসভা ও
কালো পতাকা মিছিলে অংশ নেওয়ার জন্য
বের হলে পুলিশের বাধার মুখে বের
হতে পারেননি খালেদা জিয়া।
পরে সেখান থেকেই
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ
কর্মসূচি চালিয়ে যেতে নেতা-কর্মীদের
নির্দেশ দেন তিনি।

No comments: