Headlines



gazitv2

w41j

gazitv

Thursday, May 22, 2014

ইন্টারনেটে আপত্তিকর ছবি, অভিযোগ দায়ের শ্রুতির

বিনোদন ডেস্ক : অভিনেত্রী শ্রুতি হাসান
ইন্টারনেটে আপত্তিকর ছবির জন্য পুলিশের
কাছে অভিযোগ জানালেন।
অন্ধ্রপ্রদেশের এক সিআইডি অফিসার
জানিয়েছেন, অভিনেত্রীর অভিযোগের
পরিপ্রেক্ষিতে মামলাটি গোয়েন্দা সংস্থার
আইনি বিভাগের কাছে পাঠানো হবে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে তেলগু
সিনেমা ইয়েবাডু-তে একটি আইটেম গানের
দৃশ্যে শ্যুটিং করেছিলেন। এই গানেরই
কয়েকটি ছাড়পত্র না পাওয়া শ্রুতির
ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। এই
ঘটনায় যথেষ্ট হতাশ হন শ্রুতি।
শ্রুতি বলেন, ‘ওই আইটেম গান পিম্পল
ডিম্পল-এর যে ছবিগুলি ফাঁস
হয়ে গিয়েছে সেগুলি প্রকাশ করার
অনুমতি পাওয়া যায়নি। ক্যামেরাবন্দী ওই
ছবিগুলি এমন অ্যাঙ্গেল থেকে তোলা হয়েছিল
যাতে সেগুলি অশ্লীল মনে হওয়ায় কারণেই
ছাড়পত্র মেলেনি। কিন্তু কোনওরকম
অনুমোদন ছাড়াই ওই ছবিগুলি বেশকিছু
ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে।’


Posted via Blogaway

No comments: