Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, May 31, 2014

প্রশ্নফাঁসের তথ্য থাকলে দিন

ঢাকা: প্রশ্নফাঁস ঠেকানোর দাবিতে যারা সোচ্চার
তাদেরকে উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম
নাহিদ বলেছেন, যারা প্রশ্নফাঁস ঠেকানোর
দাবিতে রাজপথে নেমেছেন তাদের কাছে যদি এ
সংক্রান্ত কোনো তথ্য
থাকে তাহলে তা শিক্ষা মন্ত্রণালয়ের
কাছে প্রদান করুন।
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-
শিক্ষক (টিএসসি) কেন্দ্রে নৃবিজ্ঞান বিভাগের ২০
বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার
আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ
কথা বলেন।
প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় সবোর্চ্চ
কঠোর অবস্থানে রয়েছে বলে মন্তব্য
করে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের
ব্যাপারে গঠিত তদন্ত কমিটিকে আরো দশ দিন সময়
দেওয়া হয়েছে। রিপোর্ট পাবার পর তাৎক্ষণিক
ব্যবস্থা নেওয়া হবে।
অনেক তদন্ত প্রতিবেদন আলোর মুখ না দেখলেও এ
ক্ষেত্রে এমন হবে না বলেও সাফ জানিয়ে দেন
শিক্ষামন্ত্রী।


Posted via Blogaway

No comments: