Headlines



gazitv2

w41j

gazitv

Friday, May 23, 2014

ভারত সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

াকা: ভারত সিরিজের জন্য প্রাথমিক দল
ঘোষণা করেছে বাংলাদেশ। শুক্রবার
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত
সিরিজের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করে।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট
স্টেডিয়ামে প্রাথমিক দলের ক্যাম্প শুরু
হবে সোমবার।
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ
ওয়ানডে সিরিজ খেলতে ১৩ জুন ঢাকায়
পা রাখছে ভারতীয় ক্রিকেট দল। সফরের প্রথম
ম্যাচটি হবে ১৫ জুন। এছাড়া সিরিজের
বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ জুন।
সিরিজ শেষ হবার পর দিনই
ঢাকা ছাড়বে সফরকারী দল ভারত। সিরিজের
সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল,
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল
হোসেন, আল আমিন হোসেন, আব্দুর রাজ্জাক,
মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহম্মেদ, আনামুল
হক বিজয়, ইমরুল কায়েস, শামসুর রহমান, মুমিনুল
হক, নাঈম ইসলাম, নাসির হোসেন, জিয়াউর
রহমান, ফরহাদ রেজা, আরাফাত সানী, সোহাগ
গাজী, মো মিথুন, সৌম্য সরকার, শফিউল ইসলাম ও
সাব্বির রহমান।


Posted via Blogaway

No comments: