Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, May 28, 2014

কারিনা যখন ট্যাক্সিচালক!

বিনোদন: মুম্বাইয়ের ব্যস্ত জনপদ। তিন চাকার
একটি বেবিট্যাক্সি চলছে। চালকের আসনে এক সুন্দরী;
পরনে আকাশি সালোয়ার-কামিজ। কাঁধ
বেয়ে নেমে এসেছে কেশ। ট্যাক্সি থামিয়ে ঘাড় ঘোরাতেই
সবাই ভিমড়ি খেয়ে পড়লো। এ যেন কারিনা কাপুর খান!
কিন্তু তিনি ট্যাক্সি চালাচ্ছেন কেন?
এ প্রশ্নের উত্তর দিলেন বলিউড চিত্রপরিচালক রোহিত
শেঠি। তার নতুন ছবি ‘সিংঘাম রিটার্নস’-এ একটি দৃশ্যের
প্রয়োজনে বেবোকে (কারিনার ডাকনাম)
ট্যাক্সি চালাতে দেখা যাবে।
মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ হচ্ছে।
এটি বলিউডের সুপারহিট ছবি ‘সিংঘাম’-এর রিমেক। এবারও
‘বাজিরাও সিংঘাম’ চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ।
প্রেম ও হাস্যরস মিলিয়ে বানানো নানান স্বাদের বেশ কিছু
ছবিতে অভিনয় করেছেন কারিনা। এবার
তাকে দেখা যাবে ধুন্ধুমার অ্যাকশনে মোড়া ছবি ‌’সিংঘাম
রিটার্নস’-এ।
আর ছবিটির জন্য বেবিট্যাক্সি চালানোর অভিজ্ঞতা অর্জন
করে দারুণ উচ্ছ্বসিত ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী।
ছবিটি মুক্তি পাবে এ বছরের ১৫ আগস্ট।


Posted via Blogaway

No comments: