Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, May 28, 2014

গুগলের লোগোতে পরিবর্তন, আপনি খেয়াল করেছেন?

এক সপ্তাহের মধ্যে গুগল সার্চ কতবার করেছেন?
আচ্ছা খেয়াল করেছেন কি গুগলের
লোগোতে সামান্য পরিবর্তন হয়েছে। গুগুলের G
আর L -এই দুটি অক্ষরে পিক্সেলে পরিবর্তন
করা হয়েছে। খুব ভাল করে লক্ষ্য
করলে ধরা পড়ছে এই পরিবর্তন। কিন্তু কেন
করা হল এই পরিবর্তন। গুগল কর্তৃপক্ষ বলছে,
বেশ কিছু টেকনিক্যাল সমস্যার কারণেই
এটা করা হল। বেশ কিছু দেশের লো স্পিড
ইন্টারনেট গুগলের আগের লোগোতে কিছু
সমস্যা হচ্ছিল। তাই এই পরিবর্তন করা হল।
বিশেষজ্ঞরা বলছেন, এই ছোট পরিবর্তনটা খুব
দরকার ছিল গুগলের। এই মেকওভারের পর
লোগো আর আকর্ষণীয় হল মনে করা হচ্ছে।


Posted via Blogaway

No comments: