Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, May 28, 2014

পবিত্র কাবাঘরে জুতো পায়ে পুলিশ! মুসলিম বিশ্বে ক্ষোভ

ঢাকা: সম্প্রতি পবিত্র কাবা শরীফের প্রাচীরের
গায়ে জুতোসহ পা উঠিয়ে বিশ্রাম নিচ্ছিল এক সৌদি পুলিশ।
সোস্যাল মিডিয়ার কল্যাণে এ
ছবি ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে মুসলিম বিশ্ব। এ
ঘটনায় দায়ী পুলিশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের
প্রতিশ্রুতি দিয়েছেন মক্কার গভর্ণর।স্থানীয় পত্রিকার
বরাত দিয়ে গালফ নিউজ এ খবর জানিয়েছে।
মঙ্গলবার গভর্ণর প্রিন্স মিশাল বিন আবদুল্লাহ বিন
আবদুল আজিজ এক বিবৃতিতে বলেন, এ ধরণের আচরণ
কোনমতেই সহ্য করা হবে না। এ ঘটনার যথাযথ তদন্ত
করে দায়ি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও
প্রতিশ্রুতি দেন তিনি।
উল্লেখ্য,আরব সংস্কৃতি অনুযায়ী জুতা
বা পা দিয়ে কোনো ব্যক্তি বা পবিত্র কিছু স্পর্শ
করাকে অত্যন্ত আপত্তিক ও অপমানজনক
বলে মনে করা হয়।
কাবা প্রাচীরে জুতোসহ পা রেখে অলস
ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা পুলিশের ছবি সোসাল
নেটওয়ার্কে প্রকাশিত হওয়ার পর গোটা মুসলিম
বিশ্বে নিন্দা ও সমালোচনার ঝড় বয়ে যায়। এরই
প্রেক্ষিতে প্রিন্স মিশাল মক্কার পুলিশ
প্রধানকে কাবা মসজিদের
দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী এবং বেসামরিক
কর্মচারীদের জন্য আচরণাদি সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণের
ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
তবে এ ঘটনা ছড়িয়ে পড়ার পর
প্রথমদিকে সৌদি কর্মকর্তারা বলেছিলেন, ওই পুলিশের
পায়ে জুতা নয়, রাবারের তৈরি বিশেষ ধরণের মোজা ছিল।
কাবার মসজিদের কর্মচারীরা নিয়মিত এ মোজা ব্যবহার
করে থাকে। পরে অবশ্য তারা এ দাবি থেকে সরে আসেন।


Posted via Blogaway

No comments: