আন্তর্জাতিক ডেস্ক :থাই-মার্কিন যৌথ
বিমান মহড়ার সময়
মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ
এমএইচ-৩৭০ বিমানটিকে ভুলক্রমে দক্ষিণ
চীন সাগরে গুলি করে ভূপাতিত করা হয়েছে।
এরপর মানবতার বিরুদ্ধে অমার্জনীয় অপরাধ
ধামাচাপা দেওয়ার জন্য চাতুর্যের
সঙ্গে নিখোঁজ বিমানটির খোঁজে পরিচালিত
অনুসন্ধান তৎপরতা ভুল
পথে নিয়ে যাওয়া হয়েছে। সদ্য প্রকাশিত
‘ফ্লাইট এমএইচ৩৭০: দ্য মিস্ট্রি’ নামের
এক বইয়ে এমনি চমকে দেয়ার মতো তথ্য,
সত্য বলে দাবি করেছেন ব্রিটিশ লেখক
নিগেল কাওথ্রোন। বেইজিংগামী বিমানটি গত
৮ মার্চ কুয়ালালামপুর থেকে ২৩৯ আরোহীসহ
উড়ার প্রায় এক ঘণ্টা পর
রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর
এ বিমানের খোঁজে কয়েকটি দেশ
সম্মিলিতভাবে নজিরবিহীন অনুসন্ধান
তৎপরতা শুরু করলেও ৭১ দিন পরও এ
সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র- আল জাজিরা অনলাইন
Posted via Blogaway
No comments:
Post a Comment