Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, May 18, 2014

মোদিকে প্রকাশ্যেই হত্যার হুমকি

ভারতের
পরবর্তীপ্রধানমন্ত্রীনরেন্দ্র
মোদিকে হত্যার হুমকি৷
প্রকাশ্যেই এই
হুমকি দিয়েছে স্টুডেন্টস
ইসলামিক মুভমেন্ট অব
ইন্ডিয়া (সিমি) ৷পুলিশ
হেফাজতে গ্রেপ্তার
হওয়া এক সিমির সক্রিয়
সদস্য নরেন্দ্র
মোদিকে হত্যার
হুমকি দিয়েছেন ৷ ভূপাল
আদালত
চত্বরেপুলিশিঘেরাটোপেথাকাএক
সিমি সদস্য
হুমকি স্লোগান
দিয়ে বলেছেন, ‘আপ
কি মোদি কা নম্বর!৷এই
ঘটনায়
রীতিমতো চাঞ্চল্যের
সৃষ্টি হয়েছে ৷
সিমির সদস্যদের
আদালতে হাজির
করার সময় এই
ঘটনা ঘটে। আদালত
চত্বরেদাঁড়ানোএকটিগাড়ির
কাছে নিয়ে যাওয়ার
সময়ই মোদিকে হত্যার
হুমকি দিয়ে স্লোগান
দেওয়া হয়। পুলিশ সূত্র
জানিয়েছে,
আলাদাআলাদামামলায়
কারণে সিমির প্রায়
১৫ জন
সদস্যকেকড়ানিরাপত্তার
মধ্যেআদালতেআনাহয়েছিল।
আদালতে হাজির
করার পর তাদের
যখন ফের
জেলে নিয়েযাওয়াহচ্ছিল,
তখনই খান্ডওয়া জেল
পলাতক এক
অপরাধী আবু ফৈজল
মোদির বিরুদ্ধে এমন
কথা বলতে শুরু করেন।
পুলিশ জানিয়েছে, আবুর
ওই কথায় সব
সিমি সদস্যই শামিল হয়।
তারা গুজরাটের
মুখ্যমন্ত্রী ও
ভারতের হবু
প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদির বিরুদ্ধে স্লোগান
তুলে বলে ‘এবার মোদির
নম্বর’৷


Posted via Blogaway

No comments: