প্রায় শেষ
হয়ে আসছে কাউন্ট
ডাউন পর্ব। ‘গ্রেটেস্ট
শো অব দ্য আর্থ’
খ্যাত
ফিফা বিশ্বকাপ
মাঠে গড়ানোর
বাকি আর এক মাসও
নেই। ২০তম
আসরটি দেখার জন্য
মুখিয়ে আছে সারা বিশ্বের
লাখো-কোটি ফুটবল
অনুরাগী। এখন
তারা সময়
গুনছে কখন
মাঠে গড়াবে ব্রাজিল
বিশ্বকাপ।
যখন তারা বিপুল
উৎসাহে সমর্থন
জোগাবে নিজ নিজ
পছন্দের দলকে।
বিশ্বকাপের
খেলাগুলো দেখার জন্য
নিত্য
পরিকল্পনাসাজাচ্ছেতারা।
সেই সঙ্গে পরিবর্তনের
পরিকল্পনা করছে নিজ
নিজ দৈনিক কার্যসূচির।
গোটা ৩০টা দিন
বিশ্ববাসীমেতেওঠবেবিশ্বকাপের
উন্মাদনায়। হিসেব
করবে কে সেরা খেলোয়াড়,
সেরা গোলদাতা,
কিংবা স্মৃতির
পাতা উল্টিয়ে কখন
হচ্ছে নতুন বিশ্ব রেকর্ড
ইত্যাদির।
এই টুর্নামেন্টের সময়
ফুটবল
ইতিহাসে সংযোজিত
হবে নতুন অধ্যায়,
নতুন ইতিহাস ও নতুন
রেকর্ডের। বিশ্বকাপ
নিয়ে অতীতের কিছু
রোমাঞ্চকর তথ্য
নিচে উপস্থাপন
করা হলো।
* বিশ্বকাপের
খেলা প্রথম
টেলিভিশনে সম্প্রচার হয়
১৯৫৪ সালে। এ সময়
সারা বিশ্বে এটি ছিল
সর্বাধিক প্রচারিত
ক্রীড়া ইভেন্ট।
* ইতালীয় গোল
রক্ষক এবং অধিনায়ক
দিনো জফ
হচ্ছে বিশ্বকাপের
ইতিহাসেসবচেয়েবেশিবয়সীখেলোয়াড়
যিনি বিশ্বকাপে নিজ
দেশের নেতৃত্ব দিয়েছেন।
১৯৮২ সালের
ফিফাবিশ্বকাপেতিনিইতালীয়
দলের নেতৃত্ব দেন।
* বিশ্বকাপে প্রথম
পেনাল্টি থেকে গোল
করতেনাপারাখেলোয়াড়টিহচ্ছেন
ব্রাজিলের ভালদেমার
ডি ব্রিটো। ১৯৩০
সালে অনুষ্ঠিত
বিশ্বকাপের প্রথম
আসরে তিনি ওই
ব্যর্থতার পরিচয় দেন।
*
পেনাল্টিথেকেবিশ্বকাপেপ্রথম
গোলদাতা হচ্ছেন
মেক্সিকোর ম্যানুয়েল
রককুইটাস রোসাস।
১৯৩০ সালে অনুষ্ঠিত
বিশ্বকাপে আর্জেন্টিনার
বিপক্ষে গোল করেছিলেন তিনি।
* কিংবদন্তি ক্রিকেট
তারকা স্যার ভিব
রিচার্ড হচ্ছেন
একমাত্র ক্রীড়াবিদ
যিনি ফুটবল ও ক্রিকেট
উভয়
বিশ্বকাপে অংশগ্রহণ
করেছেন। ১৯৭৪
সালে এনিটগুয়ার
হয়ে ফুটবল বিশ্বকাপের
বাছাইপর্বে অংশ
নিয়েছিলেন তিনি।
* বিশ্বকাপের চুড়ান্ত
পর্বে প্রথম
অংশগ্রহণকারীএশীয়
দল হচ্ছে ডাচ ইস্ট
ইন্ডিজ
(বর্তমানে ইন্দোনেশিয়া)।
১৯৩৮
সালেতারাবিশ্বকাপেঅংশগ্রহণ
করে।
* আফ্রিকান দেশ
হিসেবে বিশ্বকাপে প্রথম
খেলার
যোগ্যতা অর্জন
করে মিসর। ১৯৩৮
সালে ইতালিতে অনুষ্ঠিত
টুর্নামেন্টে অংশগ্রহণ
করেছিল দলটি।
* রাশিয়ার ওলেগ
সালেংকো হচ্ছেন প্রথম
কোন ফুটবলার
যিনি বিশ্বকাপের এক
ম্যাচে পাঁচ গোল
করার নজির স্থাপন
করেছেন। ১৯৯৪
সালে ক্যামেরুনের
বিপক্ষে গোলগুলো করেছিলেন
তিনি।
* ১৯৫০ সালে নিজেদের
মাটিতে বিশ্বকাপের
ফাইনালে ব্রাজিল
পরাজিত হওয়ার
শোকে অন্তত ৪
ব্যক্তি শোকাহত
হয়ে মারা গেছে বলে খবর
রয়েছে।
* একটি ম্যাচও
না খেলে বিশ্বকাপের
চুড়া›ত পর্বে অংশ
নেয়ার সুযোগ পেয়েছিল
ইসরায়েল। ১৯৫৮
সালে বিশ্বকাপের
বাছাই পর্বে তাদের
৫টি প্রতিপক্ষ দল নিজেদের
নাম প্রত্যাহার
করে নেয়।
যাতে ইসরায়েল ওই
সুবর্ণ সুযোগটি লাভ করে।
অবশ্য শেষ পর্যন্ত
একটি প্লে অফ
ম্যাচেখেলতেহয়েছেইসরায়েলকে।
ওয়েলসের বিপক্ষে ওই
ম্যাচে তারা হেরে যায়।
* ২০০৬
সালেজার্মানীতেঅনুষ্ঠিত
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার
বিপক্ষেএকটিম্যাচেরেফারিগ্রাহাম
পুল একবার নয়,
দুবার নয়, তিন
দফা হলুদ কার্ড
দেখানোর পর লাল
কার্ড
দেখিয়েমাঠছাড়াকরেছিলেন
ক্রোয়েশিয়ার খেলোয়াড়
জসিপ সিমুনিককে।
* ১৯৬৬
সালেইংল্যান্ডেঅনুষ্ঠিত
ফাইনাল ম্যাচের
আগমুহূর্তে চুরি হয়ে গিয়েছিল
জুলিয়েস রিমেট (সাবেক
বিশ্বকাপ) টফি। ওয়েস্ট
মিনিস্টারের সেন্ট্রাল
হল থেকে ট্রফিটি চুরি হয়।
একটি ছোট্ট কুকুর শেষ
পর্যন্তু
চুরিযাওয়াট্রফিটিশনাক্ত
করে। পরে ১৯৭০
সালে তৃতীয়বারের
মতো বিশ্বকাপ
শিরোপা জয়ের
পুরস্কার
হিসেবে ট্রফিটি একেবারেই
দিয়ে দেওয়া হয়
ব্রাজিলকে। তবে ১৯৮৩
সালে সেটি আবারও
চুরি হয়ে যায়, যেটি আজ
পর্যন্ত আর উদ্ধার
করা যায়নি।
* ১৯৩০
সালে যুক্তরাষ্ট্র ও
আর্জেন্টিনার
মধ্যে বিশ্বকাপের
সেমিফাইনালের ম্যাচ
চলাকালে মার্কিন
ট্রেইনার
রেফারিকে একটি প্রতিবাদ
জানাতে সোজা মাঠের
মাঝখান দিয়ে দৌড় দেন।
এ সময় তিনি তাঁর
ডাক্তারিব্যাগটিমাটিতেছুড়েমারেন।
তবে দুর্ভাগ্যবশত
ক্লোরোফর্মের
বোতলটি ভেঙে গেলে এর
প্রভাবেমাঠেলুটিয়েপড়েন
তিনি।
Posted via Blogaway
No comments:
Post a Comment