Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, May 13, 2014

ভূতের উপদ্রপে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ, ওঝা-তান্ত্রিক দিয়ে চলছে ভুত তাড়ানোর আয়োজন !

বিরল
থেকে  :
ভূতের
ভয়ে প্রায়
আড়াই শতাধিক
শিক্ষার্থী যাওয়া বন্ধ
করে দিয়েছে দিনাজপুরের
একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
এনিয়ে অভিভাবক ও শিক্ষক-
শিক্ষার্থীরা চরম উদ্বিগ্ন
হয়ে পড়েছে। বিদ্যালয়ে অভিভাবক
সমাবেশ ডেকে বড় ধরনের ওঝা-
তান্ত্রিক এনে তন্ত্র-মন্ত্রের
মাধ্যমে ভূত তাড়ানোর সিদ্ধান্ত
হয়েছে।
এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে,
দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর
ইউপির ধর্মপুর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে। ৯ই মে শুক্রবার
থেকে শিক্ষার্থীদের মাঝে ভূত আতঙ্ক
ছড়িয়ে পড়ে এ বিদ্যালয় এবং আশপাশ
এলাকায়। ওইদিন বিরল
এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর
আয়োজনে স্বাস্থ্য, পুষ্টি সংক্রান্ত
একটি অনুষ্ঠানে হঠাৎ ৫ম শ্রেণীর
ছাত্রী দিলারা অসুস্থ
হয়ে পড়লে স্থানীয় ওঝা দ্বারা ঝাড়
ফুঁক দিয়ে সুস্থ করা হয়। তারপর
থেকে প্রতিদিন ছাত্র-
ছাত্রীরা অসুস্থ হতে থাকে।
সরজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে
দেখা গেছে, ৫ম
শ্রেণী ছাত্রী মাসুদাকে ঘিরে ছাত্র-
ছাত্রী ও শিক্ষকরা দাঁড়িয়ে আছে।
তাকেও একই ভাবে ঝাড়-ফুঁক
দ্বারা সুস্থ করার
চেষ্টা চালানো হচ্ছে। বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মাধব চন্দ্র বর্মণ
জানান, এ বিদ্যালয়ের সাড়ে ৩শ’ জন
ছাত্রছাত্রী। এ ভূত আতঙ্কের
কারণে প্রায় আড়াই শতাধিক ছাত্র-
ছাত্রী বিদ্যালয়ে আসা বন্ধ
করে দিয়েছে। যে ক’জন আসে তাদেরও
পাঠ দান ঠিকমত হচ্ছে না। ঊধর্বতন
কর্তৃপক্ষকে বারবার বিষয়টি অবগত
করা হলেও এখন পর্যন্ত কেউ খোঁজ
খবর নিতে আসেননি।


Posted via Blogaway

No comments: