Headlines



gazitv2

w41j

gazitv

Monday, May 19, 2014

পুরোনো জিন্সকে ব্যবহার করুন নতুন রূপে!

লাইফস্টাইল ডেস্ক : অনেক দিন
আগে কেনা জিন্সের
প্যান্টটা তো পড়েছেন বহুবার।
পুরোনো হতে হতে একটু খানি ছিড়েও
গিয়েছে সেটা। এখন আর পরার মত
অবস্থায় নেই জিন্সের প্যান্টটি।
কিন্তু ফেলে দিতেও
ইচ্ছে হচ্ছে না একেবারেই।
কি করবেন তাহলে? জেনে নিন
পুরোনো জিন্সকে নতুন করে ব্যবহারের
কিছু মজার পদ্ধতি।
আপনার পুরোনো জিন্সের
প্যান্টটি কেটে আঠা দিয়ে বসিয়ে দিন
পুরোনো ল্যাম্প শেডের উপরে। ল্যাম্প
শেডটিকেও বেশ আকর্ষনীয় দেখাবে।
সেই সঙ্গে আপনার পুরোনো জিন্সটিও
কাজে লেগে যাবে।
জিন্সের প্যান্ট কেটে বানিয়ে ফেলুন
কুশন কভার। বেশ আধুনিক ডিজাইনের
এই কুশন কভার আপনার ঘরের
পুরোনো সাজে এনে দেবে ভিন্ন
মাত্রা।
পুরোনো জিন্স প্যান্টের পকেট
গুলোকে জিন্সের কাপড়ের উপর সেলাই
করে বসিয়ে তৈরী করে ফেলতে পারেন
মাল্টি পারপাস হোল্ডার। ছোট
খাটো জরুরি জিনিস
গুলোকে গুছিয়ে রাখতে পারবেন
সেখানে।
জিন্সের প্যান্ট যদি হাটুর
কাছে ছিড়ে গিয়ে থাকে তাহলে সেটাকে কেটে সহজেই
তৈরী করে ফেলুন হাফ প্যান্ট। প্রিয়
জিন্সটি আরো কিছুদিন পরতে পারবেন
এভাবে।


Posted via Blogaway

No comments: