Headlines



gazitv2

w41j

gazitv

Monday, May 19, 2014

রিয়াদে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ৬০

ডেস্ক : সৌদি আরবের
রিয়াদে একটি শ্রমিকবাহী বাস
উড়াল সেতু
থেকে নিচে পড়ে গিয়ে ১জন শ্রমিক
নিহত এবং ৬০জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে চারজনের
অবস্থা আশঙ্কাজনক। সোমবার সকাল
৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হতাহতদের মধ্যে কোন
বাংলাদেশি আছে কিনা জানতে খোঁজ
নেয়া হচ্ছে বলে রিয়াদ বাংলাদেশ
দূতাবাসের এক
কর্মকর্তা জানিয়েছেন।
দুর্ঘটনা কবলিত বাসটিতে কোন
সৌদি নাগরিক ছিলেন না।
শ্রমিকদের মধ্যে বেশিরভাগই
এশিয়ান নাগরিক। রিয়াদ
রেডক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র
আহমদ বিন সালেহ সাংবাদিকদের
জানান, সকাল ৬টায় আমরা দুর্ঘটনার
খবর পাই
এবং সঙ্গে সঙ্গে ৩০টি উদ্ধারকারী দল
সেখানে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত
দিয়ে সালেহ আরও জানান, দুর্ঘটনার
সময় সেখানে স্কুল, বিশ্ববিদ্যালয়
এবং কর্মমুখি লোকদের বেশ সমাগম
ছিল।
উল্লেখ্য সৌদি আরবের মোট
জনসংখ্যার এক তৃতীয়াংশ
বিদেশি নাগরিক এবং এদের
বেশিরভাগই এশিয়ার বিভিন্ন
দেশের নাগরিক। এসব শ্রমিকদের
বিশাল একটি অংশ নির্মাণ
এবং সেবা খাতে কর্মরত।


Posted via Blogaway

No comments: