Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, May 28, 2014

চেন্নাইয়ের কাছে হেরে মুম্বাইয়ের বিদায়

আইপিএল থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই
ইন্ডিয়ান্স। এলিমিনেটরে চেন্নাই সুপার কিংসের কাছে ৭
উইকেটে হেরেছে তারা।
প্রথম পাঁচ ম্যাচ হেরে শুরুটা ভালো না হলেও চতুর্থ
স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করলো মুম্বাই। গত আসরের
রানার্সআপ চেন্নাই দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে কিংস
ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে।
বুধবার মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে স্বাগতিকদের
দেয়া ১৭৪ রানের লক্ষ্যে ৮ বল বাকি থাকতেই পৌঁছে যায়
চেন্নাই।
ডোয়াইন স্মিথের (২৪) সঙ্গে ফাফ দু প্লেসির (৩৫) ৩৮
বল স্থায়ী ৬০ রানের উদ্বোধনী জুটি দলকে উড়ন্ত
সূচনা এনে দেয়ার পর আর পেছনে থাকাতে হয়নি অতিথিদের।
৪ রানের ব্যবধানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের
বেশিক্ষণ টেকেননি ব্রেন্ডন ম্যাককালামও। তবে ডেভিড
হাসির (অপরাজিত ৪০) সঙ্গে অবিচ্ছিন্ন ৮৯ রানের
জুটি গড়ে দলকে সহজ জয়ই এনে দেন সুরেশ রায়না।
৫৪ রানে অপরাজিত রায়নার ৩৩ বলের ইনিংসে ছিল ৪টি চার
ও ২টি ছক্কা।
মুম্বাইয়ের পক্ষে হরভজন সিং ২ উইকেট নেন ২৭ রানে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭৩ রান
করে মুম্বাই।
মাইক হাসির (৩৯) সঙ্গে ৭৬ রানের উদ্বোধনী জুটি উপহার
দেয়া লেন্ডল সিমন্সের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৭ রান।
তার ৪৪ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা।
অধিনায়ক রোহিত শর্মা ও কোরি অ্যান্ডরসনের ব্যাট
থেকে আসে ২০ রান করে। কাইরন পোলার্ড করেন ১৪ রান।
প্রথম পাঁচ ব্যাটসম্যান ছাড়া আর কেউ দুই
অঙ্কে পৌঁছাতে না পারায় সংগ্রহ আরো বড়
হয়নি অতিথিদের।
চেন্নাইয়ের পক্ষে মোহিত শর্মা ৩ উইকেট নেন ৪২ রানে।
এছাড়া রবীন্দ্র জাদেজা ও আশীষ নেহরা দুটি করে উইকেট
নেন।


Posted via Blogaway

No comments: