Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, May 25, 2014

শ্রমিক ছাঁটাইকারী গার্মেন্টসের বিরুদ্ধে ব্যবস্থার নেয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাক শিল্প
কারখানাগুলোর মধ্যে যেগুলোতে শ্রমিক ছাঁটাই
চলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ
করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত
সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠক
শেষে কমিটির সদস্য শিরিন আখতার বলেন, “বেশ
কিছু গার্মেন্টস কারখানায় শ্রমিক ছাঁটাই
হচ্ছে বলে কমিটিকে জানানো হয়েছে।
সামনে রমজান আসছে। এসময় যাতে শ্রমিক ছাঁটাই
না হয়, শ্রমিকরা যাতে বেতন-ভাতা ঠিকমতো পায়
সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে।
“যেসব কারখানা শ্রমিক ছাঁটাই করছে তাদের
বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয়েছে।”
তিনি জানান, গার্মেন্টস খাতের ‘ক্রাইসিস
ম্যানেজমেন্ট’ কমিটির আগামী বৈঠকে এ সংশ্লিষ্ট
সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।
এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে যেসব এলাকায়
শিল্প এলাকা গড়ে উঠেছে সেখানে শ্রম আদালত
গঠনের সুপারিশ করা হয়েছে।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কল-
কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন
অধিদপ্তরে মহাপরিচালক পদে একজন অতিরিক্ত
সচিব যোগ দিয়েছেন।
প্রথম পর্যায়ে প্রধান কার্যালয়সহ ২৩টি জেলায়
৯৯৩ জন জনবল নিয়ে এ প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু
হয়েছে।
বর্তমানে জনবল নিয়োগের কার্যক্রম
চলছে এবং ইতোমধ্যে ৬৭ জন পরিদর্শক নিয়োগ
কার্যক্রম চুড়ান্ত করা হয়েছে।
বৈঠকে জানানো হয়, মন্ত্রণালয়ের কাজের
পরিধি বৃদ্ধি পাওয়ায় একজন অতিরিক্ত সচিব, ১
জন যুগ্মসচিব এবং ১ জন সিস্টেম অ্যানালিস্টসহ
মোট ৯৩ টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব জনপ্রশাসন
মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
এরইমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৫৫টি নতুন
পদ সৃষ্টির সম্মতি পাওয়া গেছে।
কমিটির সভাপতি মন্নুজান সুফিয়ানের
সভাপতিত্বে বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল
হক চুন্নু, মো. ইসরাফিল আলম, আনোয়ারুল আবেদীন
খান, ছবি বিশ্বাস, শিরিন আখতার, মো. রুহুল
আমিন, মো. রেজাউল হক
চৌধুরী এবং রোকসানা ইয়াসমীন অংশ নেন।


Posted via Blogaway

No comments: