Headlines



gazitv2

w41j

gazitv

Sunday, May 25, 2014

বিজ্ঞাপনের জন্য বিশ্ববিদ্যালয়ের মেয়েদের ‘হাঁটু’ ভাড়া

বিজ্ঞাপনের জন্য বিশ্ববিদ্যালয়ের মেয়েদের
‘হাঁটু’ ডেস্ক : নতুন এই কম্পানি দিতে চায়
বিজ্ঞাপন, আর সে কারণেই তাদের ‘স্পেস’ দরকার।
না, হোল্ডিং, ব্যানার বা সংবাদপত্রের স্পেস নয়।
এই কম্পানি বিজ্ঞাপন দিতে যায় ষোড়শীদের
ঊরুতে। চমকে গেলেন? ভাবছেন বানান
বা গোটা লাইনটাই ভুল লিখেছি? না একেবারেই
নয়। চীনের এক কম্পানি বিজ্ঞাপনের
ক্ষেত্রে নয়া এই পন্থা বের করেছে।
চীনের এই কম্পানি নিজেদের বিজ্ঞাপন
দিচ্ছে যুবতীদের ঊরুতে।
একসঙ্গে তারা প্রোডাক্টের বার কোডের ট্যাটুও
দিয়ে দিচ্ছেন যার ফলে এটিকে মোবাইলের
সাহায্যে স্ক্যান করে নির্দিষ্ট প্রোডাক্ট
সম্পর্কে যাবতীয় তথ্য পেতে পারবেন।
হুবেই প্রদেশের একটি স্যানিটারি টেবিল
প্রস্তুতকারী সংস্থা সম্প্রতি বিজ্ঞাপন দিয়েছিল
যাতে এই কম্পানির মেয়েদের পায়ের স্পেস দরকার
ছিল। পায়ে বিজ্ঞাপণ সাঁটাতে রাজি মেয়েদের
আবেদন করতেও বলা হয়। এই অ্যাডে লেখাছিল,
বিজ্ঞাপনের সঙ্গে তাদের বার কোডের ট্যাটুও
করতে হবে এবং যদি কোনো গ্রাহক মোবাইলের
মাধ্যমে এই বার কোড স্ক্যান করতে চান
তবে তাদের এটি করতে দিতে হবে।
শতাধিক সংখ্যক যুবতী কম্পানির এই
অভিযানে শামিল হন। এর সাহায্যে যুবতীরা টু
পাইস কামিয়েও নিলেন। বিজ্ঞাপন
কম্পানি জানিয়েছে, বুয়ান শহরের ঝাঙ্গেনান
ইউনিভার্সিটি অব ইকোনমিক্স ও লা ক্যাম্পাসের
বেশ কিছু ছাত্রী এই কাজ করতে রাজি হয়েছেন।


Posted via Blogaway

No comments: