স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট
বোর্ড বিসিবি শনিবার প্রেস বিজ্ঞপ্তির
মাধ্যমে জানায়, আগামী রোববার দুপুর
একটায় বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল
ঘোষণা করা হবে। ৩০ সদস্যের প্রাথমিক দল
থেকেই ঘোষণা করা হবে অস্ট্রেলিয়া ও
নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের
জন্য বাংলাদেশ দল।
ইতিমধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান
পাপন শুক্রবার ১০ জনের নামও
বলে দিয়েছেন। শুধু পাঁচ খেলোয়াড়ের
ব্যাপারে চমক রাখতে চেয়েছেন।
১০ জন খেলোয়াড়ের মধ্যে ৬ ব্যাটসম্যান।
এঁরা হলেন তামিম ইকবাল, এনামুল হক
বিজয়, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ,
সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
রয়েছেন দুই বিশেষজ্ঞ স্পিনার তাইজুল
ইসলাম ও আরাফাত সানি। আর
দেশসেরা পেসার মাশরাফির
সাথে নিশ্চিত তরুণ পেসার তাসকিন
আহমেদ।
৩০ সদস্যের প্রাথমিক দলে যারা থাকছেন:
রুবেল হোসেন, মুশফিকুর রহিম,
মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল,
মার্শাল আইয়ুব, এনামুল হক বিজয়, সাকিব
আল হাসান, নাসির হোসেন, মোহাম্মাদ
ইলিয়াস, জিয়াউর রহমান, মাশরাফি বিন
মর্তুজা, লিটন কুমার দাস, শফিউল ইসলাম,
আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, আল আমিন
হোসেন, মুমিনুল হক, শামসুর রহমান, মুক্তার
আলী, সাব্বির রহমান, তাসকিন আহমেদ,
আবুল হোসেন রাজু, আরাফাত সানি, মো:
মিথুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম,
শুভাগত হোম, নাঈম ইসলাম, জুবায়ের
হোসেন ও মোহাম্মদ শহিদ।
বোর্ড বিসিবি শনিবার প্রেস বিজ্ঞপ্তির
মাধ্যমে জানায়, আগামী রোববার দুপুর
একটায় বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল
ঘোষণা করা হবে। ৩০ সদস্যের প্রাথমিক দল
থেকেই ঘোষণা করা হবে অস্ট্রেলিয়া ও
নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের
জন্য বাংলাদেশ দল।
ইতিমধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান
পাপন শুক্রবার ১০ জনের নামও
বলে দিয়েছেন। শুধু পাঁচ খেলোয়াড়ের
ব্যাপারে চমক রাখতে চেয়েছেন।
১০ জন খেলোয়াড়ের মধ্যে ৬ ব্যাটসম্যান।
এঁরা হলেন তামিম ইকবাল, এনামুল হক
বিজয়, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ,
সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
রয়েছেন দুই বিশেষজ্ঞ স্পিনার তাইজুল
ইসলাম ও আরাফাত সানি। আর
দেশসেরা পেসার মাশরাফির
সাথে নিশ্চিত তরুণ পেসার তাসকিন
আহমেদ।
৩০ সদস্যের প্রাথমিক দলে যারা থাকছেন:
রুবেল হোসেন, মুশফিকুর রহিম,
মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল,
মার্শাল আইয়ুব, এনামুল হক বিজয়, সাকিব
আল হাসান, নাসির হোসেন, মোহাম্মাদ
ইলিয়াস, জিয়াউর রহমান, মাশরাফি বিন
মর্তুজা, লিটন কুমার দাস, শফিউল ইসলাম,
আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, আল আমিন
হোসেন, মুমিনুল হক, শামসুর রহমান, মুক্তার
আলী, সাব্বির রহমান, তাসকিন আহমেদ,
আবুল হোসেন রাজু, আরাফাত সানি, মো:
মিথুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম,
শুভাগত হোম, নাঈম ইসলাম, জুবায়ের
হোসেন ও মোহাম্মদ শহিদ।
No comments:
Post a Comment