Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, May 27, 2014

কলকাতা- পাঞ্জাবের ম্যাচ আজ হচ্ছে না

কলকাতাজুড়ে দিনভর
বৃষ্টি ছিলো।
সাথে ছিলো সংশয়-
আইপিএলএর
প্রথম
কোয়ালিফাইয়ার
ম্যাচটি হবে তো?
দিনভর
বড়
হওয়া প্রশ্নের
উত্তর
মিলেছে। ছোট্ট উত্তর- না! হলেও যথাসময়ে হচ্ছে না।
বৃষ্টির কারণে আপাতত যথা সময়ে খেলা হচ্ছে না ম্যাচটি।
এ ক্ষেত্রে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে শুরু হতে পারে খেলা।
অন্তত পাঁচ ওভার করে দুই দল ব্যাটিং করতে পারলেই ম্যাচ
মাঠে গড়াবে। সেটিও না হলে খেলার
নিষ্পত্তি হতে পারে সুপার ওভারে। সর্বশেষ খবর
অনুযায়ী বাংলাদেশ সময় ৯টা ৪০ মিনিটে মাঠে গড়াতে ওই
সুপার ওভারই।
বাজে আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত যদি তাও
না হতে পারে, তবে লিগে বেশি জয় পাওয়া দল
চলে যাবে ফাইনালে। সে ক্ষেত্রে কপাল পুড়বে কলকাতার।
বেশি জয় পাওয়ার ফলে ফাইনালে চলে যাবে কিংস এলিভেন
পাঞ্জাব।
ম্যাচ হবে ২৮ তারিখ
আইপিএলএর প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচটি ২৮ মে বুধবার
বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে। সর্বশেষ খবরে এমন
তথ্যই মিলেছে।
এসএইচ


Posted via Blogaway

No comments: