ঢাকা: রাত সাড়ে ১২টা। ঘটনাস্থল
হাতিরঝিল। নায়ক নিরব
গাড়ি চালিয়ে যাচ্ছেন। পথে পুলিশ
গাড়ি থামাতে বললো।
থামাতে বলার পরেও গাড়ি চলে যায়। এরপর
সামনে আরো দুই পুলিশ কনস্টেবল গাড়ির
গতিরোধ করে। এ সময় পুলিশ কিছুটা ক্ষিপ্ত
হয়। গাড়ি থেকে বের হন নায়ক নিরব।
বেরিয়ে পুলিশকে বলেন, ‘আমি নিরব’।
শুক্রবার দিবাগত রাতে পুলিশ চেকপোস্টের
সামনে এই দৃশ্য ধরা পড়ে বাংলানিউজের
ফটো করেসপন্ডেন্ট আতিকুর রহমান জনির
ক্যামেরায়।
ক্ষিপ্ত এক পুলিশ বলে ওঠেন, আপনি নিরব হন
আর যে-ই হোন আমাদের কাজ গাড়ি চেক করা।
এরপর পুলিশ গাড়ি তল্লাশি করেন।
তবে তল্লাশিকালে পুলিশকে সহযোগিতা করেন
নিরব। গাড়িতে কিছু না পাওয়ায় গাড়িসহ
তাকে ছেড়ে দেয় পুলিশ।
Posted via Blogaway
No comments:
Post a Comment